হোম > খেলা > ক্রিকেট

মেন্ডিস–নিশাঙ্কাকে ফিরিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ 

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে শেষ দুই ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প নেই। শ্রীলঙ্কার বিপক্ষে আজ সেই লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। দিল্লিতে টস জিতে ফিল্ডিং নিয়ে শুরুটাও করছে দুর্দান্ত। 

ম্যাচের প্রথম ওভারেই বাংলাদেশকে উদ্যাপনের মুহূর্ত এনে দেন শরীফুল ইসলাম। ষষ্ঠ বলে কুশল পেরেরাকে আউট করে। ৪ রানে উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে ক্যাচ দেন লঙ্কান ওপেনার। তবে শুরুর ধাক্কা সামলিয়ে ম্যাচে দ্রুতই ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। 

দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে দলের রান বাড়ানোর চেষ্টা করছিলেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। দুজনে মিলে ৬১ রানের জুটিও গড়েন তাঁরা। ম্যাচের নিয়ন্ত্রণ যখন আরও ভালোভাবে নেওয়ার চেষ্টা করছিলেন ঠিক তখনই তাঁদের জুটি ভেঙে দেন সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপে এমন কাজ বরাবরই করে আসছেন বাংলাদেশি অধিনায়ক। 

প্রতিপক্ষরা যখন বড় জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে যান তখন ভেঙে দেন সাকিব। আজও শ্রীলঙ্কার বিপক্ষে তাই করলেন তিনি। ১৯ রান করা মেন্ডিসকে আউট করে বাংলাদেশকে ২ উইকেট এনে দেন বাংলাদেশি অলরাউন্ডার। ফিরতি ওভারেই শ্রীলঙ্কাকে আরেকটি ধাক্কা দেন অভিষিক্ত তানজিম হাসান সাকিব। দুর্দান্ত ব্যাটিং করা নিশাঙ্কার স্ট্যাম্প ভেঙে দিয়ে। ৩৬ বলে ৪১ রান করেছেন শ্রীলঙ্কার ওপেনার। 

তবে ৩ উইকেট নিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার রান ১৯ ওভার ৩ উইকেটে ১০৮। ব্যাটিংয়ে আছেন সাদিরা সামারাবিক্রমা ও চরিথ আসালাঙ্কা। ২১ রান করা সামারাবিক্রমার বিপরীতে ২০ রার করেছেন আসালাঙ্কা। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সেরা বোলার ১৭ রানে ১ উইকেট নেওয়া সাকিব।

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া