হোম > খেলা > ক্রিকেট

বাবরের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছেন লিটন

বাবর আজমের সঙ্গে দারুণ প্রতিযোগিতায় নেমেছেন লিটন দাস। চলতি বছর দুজনেই ছুটিয়ে চলেছেন রানের ফোয়াড়া।  বাবরের পর এ বছর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে দেড় হাজারের বেশি রান করেছেন লিটন। ক্রাইস্টচার্চে আজ ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেছেন লিটন।

চলতি বছর এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর। তিন ফরম্যাট মিলে ৩১ ম্যাচে ৩৫ ইনিংসে ব্যাটিং করে পাকিস্তানি অধিনায়ক করেছেন ১৮৮১ রান। ৬০.৬৭ গড়ে ব্যাটিং করে ৬ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১২ ফিফটি। বাবরের পর এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন লিটন। আন্তর্জাতিক ক্রিকেটে চলতি বছর এখন পর্যন্ত ৩১ ম্যাচে ৩৭ ইনিংস ব্যাটিং করেছেন। ৪৩.০৫ গড়ে করেছেন ১৫০৭ রান, ৩ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১০ ফিফটি।

এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে লিটন শুরুই করেছিলেন ফিফটি দিয়ে। মাউন্ট ম্যাঙ্গানুইয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে প্রথম ইনিংসে লিটন করেন ৮৬ রান। ঠিক তার পরের টেস্টেই ক্রাইস্টচার্চে  দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন লিটন। খেলেছিলেন ১০২ রানের ইনিংস। ঘরের মাঠে এরপর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে করেছেন ২২৩ রান। চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে ১৩৫ রান করেছিলেন বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার। মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪১ রান করেছিলেন লিটন। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই একটি করে ফিফটি পেয়েছিলেন।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৩ বলে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন লিটন। একই মাঠে প্রথম ওয়ানডেতে ৮৯ বলে ৮১ রান করে চোট নিয়ে মাঠ ছেড়েছেন। এই চোটই লিটনকে এশিয়া কাপ থেকে ছিটকে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আবারও টি-টোয়েন্টি সিরিজে ফিরেছেন। এই সিরিজ থেকে চলমান ট্রাই সিরিজ পর্যন্ত পাঁচটি টোয়েন্টি খেলে ৮৬ বলে ১১১ রান করেছেন, যেখানে গড় ২২.২ এবং স্ট্রাইক রেট ১২৯.০৯।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ