ভারতীয় ক্রিকেটের সঙ্গে মাইকেল ভনের দা-কুমড়ো সম্পর্কের কথা কারওই অজানা নয়। ভারতের ভুল পেলে খোঁচা দিতে দেরি করেন না সাবেক এই ইংলিশ অধিনায়ক। বিশ্বকাপের পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও হারা বিরাট কোহলির দলকে নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না ভন। বলেছেন, ভারত ২০১০ সালের ক্রিকেট খেলছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ১১০ রানে থেমে গিয়ে প্রথম ইনিংস শেষেই ম্যাচ হাতছাড়া করেন কোহলিরা। আর ম্যাচ চলাকালেই টুইটারকে হাতিয়ার করে আক্রমণ শুরু করেন ভন। প্রথম টুইটে তিনি লিখেন, ‘ভারত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথে। তাদের মানসিকতা ও শরীরী ভাষা খুবই নেতিবাচক।’
এখানেই অবশ্য থামেননি ভন। কিছুক্ষণ পর দ্বিতীয় টুইটে ভন লিখেন, ‘ভারত ২০১০ সালের ক্রিকেট খেলছে। ক্রিকেট অনেক এগিয়ে গেছে।’
ভনের সঙ্গে বিভিন্ন সময় কথার লড়াইয়ে মেতেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। ভারত মাঠের লড়াইয়ে হারার পথে তখন ভন তৃতীয় টুইটে স্মরণ করেন জাফরকে, ‘কেমন আছ ওয়াসিম জাফর?’
একটু পর অবশ্য সান্ত্বনাও দেন ভারতকে। এবার ভন লিখেন, ‘সত্যি কথা বলতে, ভারতের যে মেধা ও প্রতিভা আছে সে বিবেচনায় অনেক বছর ধরে সাদা বলের ক্রিকেটে তাদের প্রাপ্তি কম।’
শুধু নিজে টুইট করেই নয়, ভারতীয় সমর্থকদের টুইটারের জবাব দিয়েও এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম জমিয়ে রাখেন ভন।