দ্বিতীয় দিনের শুরুতে গলার কাঁটা হয়ে থাকা শ্রেয়াস আইয়ারের উইকেট তুলে নিয়েও সেশনটা নিজেদের করে নিতে ব্যর্থ বাংলাদেশ। স্বাগতিক বোলারদের হতাশার কারণ হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব। অষ্টম উইকেটে দুজন যোগ করেছেন ৫৫ রান। ৭ উইকেটে ৩৪৮ রান নিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ করেছে ভারত।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৭০ রান তুলেছে ভারত। গতকাল এই উইকেটে প্রথম ইনিংসে ৩৫০ রানকে পাখির চোখ করার কথা জানিয়েছিলেন চেতেশ্বর পূজারা। সেই লক্ষ্য থেকে আর ২ রান দূরে সফরকারীরা। তবে দিনের শুরুতে অবশ্য ভিন্ন বার্তাই দিচ্ছিল বাংলাদেশ। ৮২ রান নিয়ে দিন শুরু করা শ্রেয়াস আইয়ার আর ৪ রান যোগ করে আউট হন। ভাগ্যকে সঙ্গে নিয়ে নামা আইয়ারকে অবশেষে বোল্ড করে ফেরান ইবাদত হোসেন।
ভারত রান তখন ৭ উইকেটে ২৯৩। সেশনের বাকি গল্পটা অশ্বিন ও কুলদীপের। বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়েছেন দুজন। ৮১ বলে ৪০ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন অশ্বিন। তাঁর সঙ্গী কুলদীপ অপরাজিত আছেন ২১ রানে।