হোম > খেলা > ক্রিকেট

দুঃসময়ে আইসিসির শাস্তি পেল জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক    

জিম্বাবুয়ে ক্রিকেট দলকে জরিমানা করেছে আইসিসি। ছবি: এএফপি

টি-টোয়েন্টিতে প্রায় দুই বছর ধরে সিরিজ জিততে পারেনি জিম্বাবুয়ে। এর মধ্যে নামিবিয়া-আয়ারল্যান্ড বিপক্ষেসহ সাতটি সিরিজ হেরেছে তারা। সব শেষ টেস্ট সিরিজ জিতল ১৩ বছর আগে। ওয়ানডে সংস্করণেও সিরিজ জিতেছিল ২১ মাস আগে।

পাকিস্তানের কাছে হারের পর নিজেদের মাঠে আফগানিস্তানের বিপক্ষেও দুই দিন আগে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে জিম্বাবুয়ে। কঠিন এই দুঃসময়ের মধ্যে আফগানদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে দলটি। খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আজ এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, দ্বিতীয় টি-টোয়েন্টিতে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করায় জিম্বাবুয়েকে এই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। আইসিসির স্লো ওভার রেটের নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করলে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। দুই ওভার কম করায় শাস্তি দেওয়া হয়েছে ১০ শতাংশ।

গত শনিবার সিরিজ নির্ধারণী সেই ম্যাচে আফগানিস্তানের কাছে ৩ উইকেটে হেরে যায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের পর কাল হারারেতে শুরু হচ্ছে তাদের ওয়ানডে সিরিজ।

শুরুর আগে বিপিএলের কমিটিতে পরিবর্তন আনল বিসিবি

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ