হোম > খেলা > ক্রিকেট

আফগানিস্তানের হয়ে আজই শেষ ম্যাচ আফগানের 

দেশকে ভালোবেসে নিজের নামটাই বদলে ফেলেছিলেন আসগর আফগান। বংশীয় পদবি স্টানিকজাই সরিয়ে দেশের নামে মিলিয়ে নিজের নাম দিয়েছিলেন আসগর আফগান। এবার সেই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাবেক এই আফগানিস্তান অধিনায়ক। 

নামিবিয়ার বিপক্ষে কাল নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন আসগর। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা আফগান নিজেই দিয়েছেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো তাঁর অবসর নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৯ সালের এপ্রিলে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আফগানের। পরের বছর আয়ারল্যান্ডের বিপক্ষে হয় টি-টোয়েন্টি অভিষেক। আর ২০১৮ সালে হয়েছিল টেস্ট অভিষেক। ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অবসর নিতে বেছে নিলেন বিশ্বকাপের মঞ্চ। ১১৪ ওয়ানডেতে প্রায় ২৫ গড়ে করেছেন ২৪২৪ রান। ৭৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩৫১ আর ৬ টেস্টে করেন ৪৪০ রান। 

আফগান দলকে নেতৃত্বও দিয়েছেন। তবে ক্যারিয়ারজুড়ে একাধিকবার তাঁর অধিনায়কত্ব কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগেও অধিনায়ক ছিলেন তিনি।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ