হোম > খেলা > ক্রিকেট

তবে কি বাংলাদেশের মানুষ খেলা দেখতে পারবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজ শুরু হতে চার দিন বাকি। বাংলাদেশের কোন টেলিভিশন চ্যানেলে খেলা দেখাবে, নিশ্চিত হওয়া যায়নি এখনো। কিছুতেই যেন সম্প্রচার নিয়ে জটিলতা কাটছে না।

দ্বিপক্ষীয় সিরিজের ক্ষেত্রে টিভি সম্প্রচার স্বত্ব বিক্রি করে স্বাগতিক ক্রিকেট বোর্ড। বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরও ব্যতিক্রম নয়। উইন্ডিজ ক্রিকেট বোর্ড সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের (টিএসএম) কাছে। তবে টিএসএমের কাছ থেকে এখনো বাংলাদেশের কোনো চ্যানেলের কেনার খবর পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে গত সপ্তাহে বিসিবির এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘প্রথমত, বিসিবি এটার অংশ নয়। যেটা বুঝেছি, এটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড যার কাছে বিক্রি করেছে, তার সঙ্গে আমাদের এখানে সম্প্রচারকারীদের বোঝাপড়া হচ্ছে না।’ 

গতকাল পর্যন্ত প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশি সম্প্রচার চ্যানেলগুলোর সমঝোতা হওয়ার খবর পাওয়া যায়নি। এতে করে বাংলাদেশে খেলা দেখার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। আনুষ্ঠানিকভাবে সম্ভব না হলেও বিসিবির পক্ষ থেকে উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। 

গত দুই বছরে দুটি অ্যাওয়ে সিরিজে এ সমস্যায় পড়েছিল বাংলাদেশের চ্যানেলগুলো। তবে সিরিজ শুরুর আগে তড়িঘড়ি করে সমস্যার সমাধানও হয়েছে। এবারও তাই হবে বলে বিশ্বাস বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুর। গতকাল মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আশা করছি, আমাদের যেসব চ্যানেল খেলা সম্প্রচারের সঙ্গে জড়িত, তারা কোনো না কোনো উপায় বের করে দর্শকদের জন্য একটা ব্যবস্থা করবে।’

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা