হোম > খেলা > ক্রিকেট

মার্শের নেতৃত্বে খেলবেন স্মিথ-কামিন্স-স্টার্করা

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ট্রান্স-তাসমান সিরিজের জন্য অজি দলে ফিরেছেন স্টিভেন স্মিথ, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। 

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আগে নিজেদের শেষ সিরিজের জন্য নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে মিচেল মার্শের হাতে। এর আগে গত বছর তিনটি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেন এই ব্যাটিং অলরাউন্ডার। 

গত মাসে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছিলেন, কিউইদের বিপক্ষে সিরিজে ফিরতে পারেন স্মিথ। আগামী শুক্রবার থেকে হোবার্টে শুরু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে দেওয়া হয়েছে এই অভিজ্ঞ ব্যাটারকে। 

ক্যারিবীয়দের সিরিজে খেলা হয়নি কামিন্স ও স্টার্কের। এ দুই পেসারও আছেন নিউজিল্যান্ড সিরিজে। দলে আছেন ট্রাভিস হেডও। মার্শ এই সিরিজে নেতৃত্বে থাকলেও বিশ্বকাপের জন্য এখনো অধিনায়কের নাম ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। এর আগে ভারতের বিপক্ষে সিরিজে অজিরা খেলেছে ম্যাথু ওয়েডের নেতৃত্বে। 

অস্ট্রেলিয়া স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান ইলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা