হোম > খেলা > ক্রিকেট

মাহমুদউল্লাহ বলছেন, প্রথম বল থেকেই মারব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংবাদ সম্মেলনজুড়ে মলিন মাহমুদউল্লাহ রিয়াদকেই দেখা গেল। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের মন খারাপের কারণ হতে পারে সাম্প্রতিককালের বাজে ফর্ম। স্বাভাবিকভাবেই তাঁর দলে থাকা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু একাদশে নিজের জায়গা নিয়ে চিন্তিত নন মাহমুদউল্লাহ।

টি-টোয়েন্টি সংস্করণে সবশেষ আট ম্যাচেই হেরেছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে দায় এড়াতে পারেন না মাহমুদউল্লাহ। ব্যাট হাতে নিজেও ধুঁকছেন তিনি। এই সংস্করণে শেষ সাত ম্যাচে রান পাননি। তাঁর ওপর এসব ম্যাচে তিনি আউট হয়েছেন উইকেটে থিতু হওয়ার পর। এর নেতিবাচক প্রভাব দেখা গেল ওয়ানডে সিরিজেও।

দুদিন আগে শেষ হওয়া তিন ম্যাচের সিরিজে মোটে একটি বাউন্ডারি এসেছে তাঁর ব্যাট থেকে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাহমুদউল্লাহর রানের যোগফল ৪৩। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা অধিনায়কের একাদশে জায়গাটা নড়বড়ে হয়ে উঠল কিনা এমন প্রসঙ্গও উঠল সংবাদ সম্মেলনে।

উত্তরে যেন আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন মাহমুদউল্লাহ। সংবাদকর্মীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘প্রথমত, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার কোনো সংশয় আছে আমার অবস্থান নিয়ে? (প্রশ্নকর্তার উত্তর) ‘‘না’’। আলহামদুলিল্লাহ আমার কোনো সংশয় নেই। আমি ঠিক পথেই আছি। ইনশা আল্লাহ আমি (রানে) ফিরে আসব। কারণ আমার কাছে দলের চাহিদা ওই রকম থাকে। ওয়ানডেতে আমি হয়তো পারিনি। চেষ্টা করব দলের প্রত্যাশা পূরণে।’

চট্টগ্রামে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে মোটে একটি বাউন্ডারি মেরেছেন মাহমুদউল্লাহ। এ নিয়ে অধিনায়কের প্রতিক্রিয়ায় মিশে থাকল ক্ষোভ। অনেকটা অভিমানী সুরেই তিনি বললেন, ‘ইনশা আল্লাহ কাল (বৃহস্পতিবার) প্রথম বল থেকেই মারব। চার মারার চেষ্টা করব, ছয় মারার চেষ্টা করব।’

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’