দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে শরিফুল ইসলামের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। টিম ম্যানেজমেন্ট অবশ্য জানিয়েছে, তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে।
এই সিরিজে পেস বোলারদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। কিন্তু পিঠের চোটে শঙ্কা জেগেছে শরিফুল ইসলামকে নিয়ে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সংবাদমাধ্যমকে বলেন, ‘শরিফুলের একটু অস্বস্তি আছে। ফিজিও ও চিকিৎসক ওকে নিয়ে কাজ করছে। ম্যাচের সকাল পর্যন্ত আমরা দেখব। চেষ্টা করব তাকে যত তাড়াতাড়ি ফিট করা যায়।’
সর্বশেষ নিউজিল্যান্ড সফর থেকেই দারুণ ছন্দে আছে শরিফুল। তবে চোটের কারণে তাকে খেলিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। খালেদ মাহমুদ বলেন, ‘ছোট ছোট ইনজুরি নিয়ে ও (শরিফুল) খেলুক এটা আমি চাই না। আমাদের ভালো বোলার আরও আছে। শরিফুল মূল একজন বোলার, নিউজিল্যান্ডে ভালো করেছে। আমরাও চাই ওর জন্য অপেক্ষা করতে। তবে আমরা ঝুঁকি নেব না। ছেলেরা ছোট ছোট ইনজুরি এখন লুকায় না, এটা ভালো। আমরা পুরোপুরি ফিট ও শক্তিশালী দল নিয়েই নামব।’