হোম > খেলা > ক্রিকেট

ভারতকে অল্পতে আটকাতে পারল না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে ভারতের মেয়েদের ডানা মেলতে দেয়নি বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য ভারতের মেয়েদের সেভাবে আটকে রাখতে পারেননি বাংলাদেশের বোলাররা। আগে ব্যাটিং করে ৮ উইকেটে ২২৮ রান করেছেন ভারতের মেয়েরা।

আজই সিরিজ জয় সম্পূর্ণ করার কাজটা কঠিন হয়েছে বাংলাদেশের মেয়েদের। ৬৮ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিলেও চাপটা ধরে রাখতে পারেননি বাংলাদেশের বোলাররা। ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌরের ৫২, জেমিমা রদ্রিগেসের ৮৬ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় ভারতের মেয়েরা।

প্রথম তিন ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ৩৬ রান আসে ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাট থেকে। এরপর দ্রুতই ২ উইকেট পড়লে চতুর্থ উইকেট জুটিতে হারমানপ্রিত ও জেমিমা ৭৩ রান যোগ করেন। ব্যক্তিগত ৪৬ রানের সময় রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে ফিরে যান হারমানপ্রিত।

এরপর হারলিনের সঙ্গে আরও ৪২ রান যোগ করেন জেমিমা। ৩৬ বলে হারলিন ২৫ রানে নাহিদা আক্তারের বলে আউট হন। হারলিনের আউটের পর আবার ব্যাটিংয়ে নামেন হারমানপ্রিত। জেমিমা ও হারমানপ্রিতই মূলত ম্যাচটা বাংলাদেশের জন্য কঠিন করে তুলেছেন। আউট হওয়ার আগে ৭৮ বলে ৯ চারে দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেছেন জেমিমা। ৩ চারে ৮৮ বলে ৫২ রান করেন হারমানপ্রিত।

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান