হোম > খেলা > ক্রিকেট

তারকা বোলারদের ছাড়াই শিরোপা ধরে রাখার মিশনে নামবে শ্রীলঙ্কা

এশিয়া কাপের দল অন্যরা ঘোষণা করলেও বাকি ছিল শ্রীলঙ্কার। টুর্নামেন্ট শুরুর এক দিন আগে আজ তারা স্কোয়াড ঘোষণা করেছে। ১৫ সদস্যের স্কোয়াডে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। 

একের পর এক খেলোয়াড় চোটে পড়ায় মূলত সবার শেষে স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। কিন্তু দেরি করেও দলের মূল বোলারদের স্কোয়াডে পায়নি তারা। এতে লঙ্কানদের বোলিং বিভাগ অনেকটা বিধ্বস্ত। আগেই ছিটকে গিয়েছিলেন পেসার দুষ্মন্ত চামিরা। গতকাল ছিটকে গেছেন বাঁহাতি পেসার দিলশান মাধুশঙ্কও। ঊরুর চোট খেলা হচ্ছে না লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাও। 

তাঁদের না থাকায় বোলিং নেতৃত্বে থাকবেন মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা ও মহেশ তিকশানারা। তবে ব্যাটিংয়ে পূর্ণ শক্তির স্কোয়াডই পাচ্ছে তারা। পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা ও কুশল মেন্ডিসদের ওপর দায়িত্ব থাকছে শিরোপা ধরে রাখার ভার। ২ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন পেরেরা। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে খেলেছিলেন বাঁহাতি ব্যাটার। টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন লঙ্কানরা। 

আগামীকাল পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট। হাইব্রিড মডেলের এবারের সংস্করণে শ্রীলঙ্কার ম্যাচ পরের দিন। প্রতিপক্ষ বাংলাদেশ। 

শ্রীলঙ্কার দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মহেশ তিকসানা, দুনিথ ওয়েলালাগে, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা, দুশান হেমন্থ, বিনুরা ফার্নান্দো, প্রমোদ মধুশান

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ