হোম > খেলা > ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে বিন্দুমাত্র পাত্তা দেয়নি অস্ট্রেলিয়া। চারদিনেই ম্যাচের ফল বের করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে উইন্ডিজকে ৪১৯ রানে হারিয়েছে অজিরা। সফরকারীদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল স্বাগতিকেরা।

৪৯৭ রানের লক্ষ্যে নামা ওয়েস্ট ইন্ডিজ গতকাল ৪ উইকেটে ৩৮ রানে তৃতীয় দিন শেষ করে। সেখানে আজ চতুর্থ দিনে ৩৯ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারায় উইন্ডিজরা। ৭৭ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। ক্যারিবীয় ব্যাটারদের মধ্যে এই ইনিংসে সর্বোচ্চ ১৭ রান করেন ত্যাগনারায়ন চন্দরপল। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে এই ইনিংসে মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও মাইকেল নেসের-প্রত্যেকেই ৩টি করে উইকেট নিয়েছেন। ক্যারিবীয় ব্যাটারদের মধ্যে ত্যাগনারায়ন এই টেস্টে ৬৪ রান করেন। আর স্বাগতিক বোলারদের মধ্যে স্টার্ক, নেসের-দুজনেই নিয়েছেন ৫টি করে উইকেট।

ম্যাচসেরা হয়েছেন ট্রাভিস হেড। প্রথম ইনিংসে করেছেন ১৭৫ রান। আর দ্বিতীয় ইনিংসে ৩৮ রান করে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। সিরিজসেরা হয়েছেন মারনাস লাবুশেন। দুই ম্যাচে চার ইনিংসে করেছেন ৫০২ রান, গড় ১৬৭.৩৩। টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেন। যার মধ্যে পার্থে প্রথম ইনিংসে ২০৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ৭ উইকেটে ৫১১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। এরপর ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৯৯ রানে ইনিংস ঘোষণা করেছিল।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ