হোম > খেলা > ক্রিকেট

সাকিবের পাশে জুনিয়র সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অ্যান্টিগায় আজ রোহিত শর্মাকে ফিরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ উইকেট নেওয়ার অনন্য এক রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবকে ফিরিয়ে সিনিয়র সাকিবের আরেকটি রেকর্ড ছুঁয়েছেন তানজিম হাসান হাসান সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এক টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সাকিব সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেছিলেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন এই অলরাউন্ডার। প্রথমবারের মতো কুড়ি ওভারের বিশ্বকাপ খেলতে এসে কোহলি ও সূর্যকুমারকে ফিরিয়ে তানজিম সাকিবেরও এখন ১১ উইকেট। যৌথভাবে শীর্ষে এখন দুই সাকিব।

ভারতীয় ব্যাটাররা অন্যদের ওপর চড়াও হলেও নিজের প্রথম দুই ওভার পর্যন্ত তানজিম সাকিবকে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি তাঁরা। ২ ওভার ১৫ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। নিজের প্রথম ওভারে দেন ৬ রান। দ্বিতীয় ওভারে এসেই নিয়েছেন গুরুত্বপূর্ণ ২টি উইকেট।

নবম ওভারে তানজিম সাকিবের বল সামনে এসে খেলতে গিয়ে লাইন মিস করে ২৮ বলে ৩৭ রানে বোল্ড হয়েছেন কোহলি। নেমে প্রথম বলেই হুক করে দারুণ একটি ছক্কা সূর্যকুমারের। পরের বলে আউটসাইড-এজের পর ধরা পড়েছেন উইকেটকিপার লিটন দাসের হাতে। এ প্রতিবেদন পর্যন্ত ভারতের সংগ্রহ ১৬ ওভারে ওভারে ৪ উইকেটে ১৪৬ রান।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা