হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টির খেলা শেষ, সাকিবদের খেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তৃতীয় দিনের প্রথম সেশন শেষ হতে না হতেই শুরু হয় বৃষ্টির খেলা। সাকিব আল হাসানের ব্যক্তিগত ১৮তম ওভারের পাঁচ বল বাকি থাকতেই মধ্যাহ্নবিরতিতে যেতে হয়েছে। ৪০ মিনিটের মধ্যাহ্নবিরতি শেষ হলেও বৃষ্টি শেষ হতে সময় লেগেছে দুই ঘণ্টার বেশি। বৃষ্টি থামার পরও আধা ঘণ্টা অপেক্ষা করে মাঠ পর্যবেক্ষণ করেন পিচ কিউরেটর, থার্ড আম্পায়ার ও দুই অনফিল্ড আম্পায়ার।

বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের পুরো সময় নষ্ট হয়েছে। বৃষ্টি থামায় অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতকে সফরকারী অধিনায়ক দিমুথ করুনারত্নে ও প্রধান কোচ ক্রিস সিলভারউডের সঙ্গে ড্রেসিংরুমে কথা বলতে দেখা যায়। এরপর পিচ কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গেও কথা বলেন তিনি।

আবার বৃষ্টি নামার সম্ভাবনা না থাকায় ২টা ৫০মিনিটে মাঠের ওপর থেকে কভার সরিয়ে নেওয়া হয়। মাঠকর্মীরা দ্রুত মাঠকে খেলার উপযোগী করে তোলেন। দ্বিতীয় সেশন না হলেও ৪টা থেকে তৃতীয় সেশনের খেলা শুরু হবে। তৃতীয় সেশনের শুরুতে নিজের আগের ওভারের বাকি পাঁচ বল করবেন সাকিব।

বৃষ্টির আগে অবশ্য সমান সমানে আছে উভয় দল। প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ২১০ রান। স্বাগতিকদের চেয়ে ১৫৫ রানে পিছিয়ে আছে সফরকারীরা। উইকেটে ২৫ রানে অপরাজিত অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে আছেন ৩০ রানে অপরাজিত ধনাঞ্জয়া ডি সিলভা।

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন

এবার ব্যর্থ সাকিব, বড় ব্যবধানে হারল তাঁর দলও

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি