হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টির খেলা শেষ, সাকিবদের খেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তৃতীয় দিনের প্রথম সেশন শেষ হতে না হতেই শুরু হয় বৃষ্টির খেলা। সাকিব আল হাসানের ব্যক্তিগত ১৮তম ওভারের পাঁচ বল বাকি থাকতেই মধ্যাহ্নবিরতিতে যেতে হয়েছে। ৪০ মিনিটের মধ্যাহ্নবিরতি শেষ হলেও বৃষ্টি শেষ হতে সময় লেগেছে দুই ঘণ্টার বেশি। বৃষ্টি থামার পরও আধা ঘণ্টা অপেক্ষা করে মাঠ পর্যবেক্ষণ করেন পিচ কিউরেটর, থার্ড আম্পায়ার ও দুই অনফিল্ড আম্পায়ার।

বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের পুরো সময় নষ্ট হয়েছে। বৃষ্টি থামায় অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতকে সফরকারী অধিনায়ক দিমুথ করুনারত্নে ও প্রধান কোচ ক্রিস সিলভারউডের সঙ্গে ড্রেসিংরুমে কথা বলতে দেখা যায়। এরপর পিচ কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গেও কথা বলেন তিনি।

আবার বৃষ্টি নামার সম্ভাবনা না থাকায় ২টা ৫০মিনিটে মাঠের ওপর থেকে কভার সরিয়ে নেওয়া হয়। মাঠকর্মীরা দ্রুত মাঠকে খেলার উপযোগী করে তোলেন। দ্বিতীয় সেশন না হলেও ৪টা থেকে তৃতীয় সেশনের খেলা শুরু হবে। তৃতীয় সেশনের শুরুতে নিজের আগের ওভারের বাকি পাঁচ বল করবেন সাকিব।

বৃষ্টির আগে অবশ্য সমান সমানে আছে উভয় দল। প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ২১০ রান। স্বাগতিকদের চেয়ে ১৫৫ রানে পিছিয়ে আছে সফরকারীরা। উইকেটে ২৫ রানে অপরাজিত অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে আছেন ৩০ রানে অপরাজিত ধনাঞ্জয়া ডি সিলভা।

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট