হোম > খেলা > ক্রিকেট

সাকিবকে টাইমড আউটের বুদ্ধিটা যিনি দিয়েছিলেন

রানা আব্বাস, দিল্লি থেকে

এক আউটেই তুমুল হইচই। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কাল অ্যাঞ্জেলো ম্যাথুসের বিপক্ষে সাকিব আল হাসান ‘টাইমড আউটে’র আবেদন করবেন, তা কল্পনাতেও আসেনি কারও! আসার কথাও নয়। আন্তর্জাতিক ক্রিকেটে এমন আবেদন আগে কেউ কখনো করেননি। এভাবে আউটও কেউ হননি। 

নিয়মের মধ্যে থেকেই অধিনায়ক হিসেবে সাকিব আবেদন করেছেন। যেহেতু সাকিব আম্পায়ারের সঙ্গে কথা বলছিলেন, প্রথমে মনে হয়েছিল এটা তাঁর মস্তিষ্কপ্রসূত। ম্যাচ শেষে তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তাঁকে আবেদন করতে উৎসাহিত করেছিলেন দলের এক ফিল্ডার। সাকিব কাল সংবাদ সম্মেলনে বলছেন, ‘আমাদের এক ফিল্ডার আমার কাছে এসে বলল, আপনি যদি আবেদন করেন, নিয়ম অনুযায়ী সে আউট। নির্দিষ্ট সময়ের মধ্যে সে গার্ড নিতে পারেনি। তখন আমি আম্পায়ারের কাছে আবেদন করি।’ 

কোন খেলোয়াড় আপনাকে আবেদন করার বুদ্ধি দিয়েছিলেন—এই প্রশ্নে সাকিব বলেন, ‘নাম বলা যাবে না।’ তবে দলীয় সূত্রে জানা গেছে, সাকিবকে পরামর্শটা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, যিনি দলের সহ-অধিনায়ক। গতকাল যাঁর ব্যাটও হেসেছে দলকে স্বস্তির জয় এনে দিতে। 

আইন অনুযায়ী ঠিক থাকলেও খেলার চেতনা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। তবে সাকিবের মোটেও অনুশোচনা নেই এ ঘটনায়। কেন, সেই ব্যাখ্যায় তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আজকের (কাল) ম্যাচে আমাদের জেতার দরকার ছিল। আমরা যদি যুদ্ধে নামি, যুদ্ধে আপনার দলের কিংবা দেশের জন্য সবই করতে রাজি থাকা উচিত। আমি সেটিই করেছি।’ 

বিতর্কিত জেনেও দেশের স্বার্থে এই আবেদনই শুধু করেননি সাকিব, ম্যাচটা ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে দলকে জিতিয়েছেন। এমনকি ব্যাটিংয়ের সময় লঙ্কানদের স্লেজিংয়ের যন্ত্রণাও সইতে হয়েছে তাঁকে। এর সঙ্গে সমালোচিত হতে হচ্ছে চেতনার প্রশ্নে।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা