হোম > খেলা > ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে বাংলাদেশের সুখবর

নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক থেকে

ডালাসের মতো নিউইয়র্কের আকাশও দেখা যাচ্ছে বেশ অননুমেয়। সকাল মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি। স্থানীয় সময় বেলা দুইটার দিকে আবার ঝকঝকে রোদ্দুর। এ পরিবেশেই বাংলাদেশ দল অনুশীলন সেরে নিল মূল ভেন্যু থেকে ১৫ মিনিটের দূরত্বের ক্যান্টিয়াগ পার্কে। অনুশীলনে একটা স্বস্তির খবরও মিলল বাংলাদেশের।

এ নিউইয়র্কেই ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অনুশীলনের চোট পেয়েছিলেন শরীফুল ইসলাম। দারুণ ছন্দে থাকা বাঁহাতি পেসারের বাঁ হাতেই সেলাই পড়েছিল ছয়টি। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি খেলতে পারেননি। তবে আজ নিউইয়র্কের অনুশীলনে শরীফুলকে দেখা গেল বোলিং করতে।

অনুশীলনে শরীফুলকে স্বচ্ছন্দেই বোলিং করতে দেখা গেল। নেটে উপস্থিত চিকিৎসক দেবাশীষ চৌধুরী হাততালি দিয়ে উৎসাহিত করছিলেন বাঁহাতি পেসারকে। তবে কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শরীফুলের খেলার সম্ভাবনা কিছুটা কমই বলা যায়। সংবাদ সম্মেলনে চন্ডিকা হাথুরুসিংহে যতই বলুন, কন্ডিশন-উইকেট দেখে একাদশ সাজাবেন; শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বোলিং করা মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ আর তানজিম সাকিবকে নিয়েই পেস আক্রমণ সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট। আজকের অনুশীলনে উল্লিখিত তিন পেসারই ছিলেন বিশ্রামে। 

অনুশীলনে পুরো দল অবশ্য আসেনি। ঝালিয়ে নিতে নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়ের মতো ব্যাটাররা এসেছেন।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ