হোম > খেলা > ক্রিকেট

ইবাদত-তাইজুলদের বোলিংয়ে ধুঁকছে আয়ারল্যান্ড 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সবুজ উইকেট, তিন পেসার—টস হেরে ফিল্ডিং পাওয়ায় খুব একটা খারাপ লাগার কথা না বাংলাদেশের। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বরং আরও অনুপ্রাণিত হয়ে চার স্লিপ নিয়ে আক্রমণ শুরু করলেন। চার স্লিপ নিয়ে একজন পেসার বোলিং করছেন, মিরপুরে এমন দৃশ্যের সঙ্গে বাংলাদেশ খুব একটা পরিচিত ছিল না। 

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম সেশনটা খারাপ যায়নি বাংলাদেশের। অতিথিদের ৩ উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের রান ৬৫। ১৮ রানে অপরাজিত আছেন হ্যারি টেক্টর, তাঁর সঙ্গী কার্টিস ক্যাম্ফারের রান ৯। ছয় অভিষিক্ত নিয়ে মাঠে নামা আয়ারল্যান্ড ১১ রানে প্রথম উইকেট হারায়। 

বাঁহাতি পেসার শরীফুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন মারে কমিন্স। ১০ বলে ৫ রান করেন এই ওপেনার। এরপর ১৬ রানের ব্যবধানে আরেক ওপেনার জেমস ম্যাককলামকে তুলে নেন ইবাদত হোসেন। ৩৪ বলে ১৫ রান করেন তিনি। 

তৃতীয় উইকেট জুটিতে লড়াইয়ের আভাস দেন অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি ও হ্যারি টেক্টর। এই উইকেটে দুজন যোগ করেন ২১ রান। তবে তাইজুল ইসলামকে রিভার্স সুইপ করতে গিয়ে বিপদ ডেকে আনেন বালবার্নি। আম্পায়ার আলিম দার এলবিডব্লিউ দিলে রিভিউ নেন আইরিশ অধিনায়ক। রিভিউ নিয়েও অবশ্য লাভ হয়নি, তাঁকে ফিরতে হয়েছে ১৬ রানে। এই সেশনে দুটি রিভিউ হারিয়েছে বাংলাদেশও।

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’