হোম > খেলা > ক্রিকেট

ইবাদত-তাইজুলদের বোলিংয়ে ধুঁকছে আয়ারল্যান্ড 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সবুজ উইকেট, তিন পেসার—টস হেরে ফিল্ডিং পাওয়ায় খুব একটা খারাপ লাগার কথা না বাংলাদেশের। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বরং আরও অনুপ্রাণিত হয়ে চার স্লিপ নিয়ে আক্রমণ শুরু করলেন। চার স্লিপ নিয়ে একজন পেসার বোলিং করছেন, মিরপুরে এমন দৃশ্যের সঙ্গে বাংলাদেশ খুব একটা পরিচিত ছিল না। 

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম সেশনটা খারাপ যায়নি বাংলাদেশের। অতিথিদের ৩ উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের রান ৬৫। ১৮ রানে অপরাজিত আছেন হ্যারি টেক্টর, তাঁর সঙ্গী কার্টিস ক্যাম্ফারের রান ৯। ছয় অভিষিক্ত নিয়ে মাঠে নামা আয়ারল্যান্ড ১১ রানে প্রথম উইকেট হারায়। 

বাঁহাতি পেসার শরীফুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন মারে কমিন্স। ১০ বলে ৫ রান করেন এই ওপেনার। এরপর ১৬ রানের ব্যবধানে আরেক ওপেনার জেমস ম্যাককলামকে তুলে নেন ইবাদত হোসেন। ৩৪ বলে ১৫ রান করেন তিনি। 

তৃতীয় উইকেট জুটিতে লড়াইয়ের আভাস দেন অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি ও হ্যারি টেক্টর। এই উইকেটে দুজন যোগ করেন ২১ রান। তবে তাইজুল ইসলামকে রিভার্স সুইপ করতে গিয়ে বিপদ ডেকে আনেন বালবার্নি। আম্পায়ার আলিম দার এলবিডব্লিউ দিলে রিভিউ নেন আইরিশ অধিনায়ক। রিভিউ নিয়েও অবশ্য লাভ হয়নি, তাঁকে ফিরতে হয়েছে ১৬ রানে। এই সেশনে দুটি রিভিউ হারিয়েছে বাংলাদেশও।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান

বিপিএল খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার