হোম > খেলা > ক্রিকেট

আরও তিন বছর সভাপতি পদে থাকতে পারবেন সৌরভ

পুরোনো নিয়মের কুলিং অফের পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন বোর্ড। সেই আবেদনে সাড়া দিয়েছেন সুপ্রিম কোর্টও। আজ সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন আরও তিন বছর সৌরভ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদে থাকতে পারবেন। সে হিসেবে ২০২৫ সাল পর্যন্ত সভাপতি পদে থাকতে আর কোনো সমস্যা নেই ভারতের সাবেক অধিনায়কের।

বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় ও হিমা কোহলির নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেন। সেপ্টেম্বরের শুরুর দিকে সৌরভের প্রথম মেয়াদ শেষ হয়। এ জন্য তাঁকে বাধ্যতামূলক তিন বছরের কুলিং অফে যেতে হতো। তাই এ নিয়মের পরিবর্তন চেয়ে তাঁর নেতৃত্বাধীন বোর্ড আবেদন করেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে, রাজ্য ও বিসিসিআই মিলিয়ে (৬ +৬) মোট ১২ বছর পদে থাকতে পারবেন যে কোনো বোর্ড কর্মকর্তা। এরপর বাধ্যতামূলক বোর্ড কর্মকর্তাদের কুলিং অফে যেতে হবে। তাই নতুন নিয়ম অনুযায়ী, সৌরভ ২০২৫ সাল পর্যন্ত সভাপতি পদে থাকতে পারবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ রায় তাঁর জন্য সুসংবাদ বটে। শুধু তিনি নয় অন্যান্যরাও থাকতে পারবেন আরও তিন বছর।

লোধা কমিটির প্রস্তাবিত আগের নিয়ম ছিল, রাজ্য ও বিসিসিআই মিলিয়ে মোট ছয় বছর পদে থাকতে পারবেন বোর্ড কর্মকর্তারা। এরপর বাধ্যতামূলক তাদের কুলিং অফে যেতে হবে। সেই হিসেবে এ মাসের শুরুর দিকেই মেয়াদ শেষ হয়েছিল সৌরভের। সৌরভ ২০১৫ সালে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছিলেন। এরপর ২০১৯ সাল পর্যন্ত বাংলার দায়িত্ব সামলেছেন তিনি। সেই বছরের অক্টোবরে আবার বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন ভারতের সাবেক অধিনায়ক। সব মিলিয়ে তাঁর ৬ বছরের মেয়াদ শেষ হওয়াতে সভাপতি পদে থাকা নিয়ে ছিল সমস্যা। সুপ্রিম কোর্টের রায়ে এখন আর সেই সমস্যা থাকল না।

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ