হোম > খেলা > ক্রিকেট

হাসপাতাল ছাড়লেন আবিদ আলী

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন আবিদ আলী। বুকে ব্যথা নিয়ে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাকিস্তানের এই টেস্ট ওপেনার। চার দিন পর গতকাল শনিবার তিনি ছাড়া পেয়েছেন। দুটি এনজিওপ্লাস্টি করানো হয়েছে তাঁর। 

আবিদের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন তাঁর বাবা। তিনি জানান, সেরে ওঠার পথে আছেন ৩৪ বছর বয়সী এই ব্যাটার, ‘তার (আবিদের) পুনর্বাসন প্রক্রিয়া দুই সপ্তাহের। এরপর করাচিতে পরীক্ষা করানো হবে। পিসিবি আমাদের থাকার ব্যবস্থা করেছে। আবিদের সেরে ওঠার জন্য যাঁরা প্রার্থনা করেছেন, তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা।’ 

পাকিস্তানের ঘরোয়া লিগে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খেলছিলেন আবিদ। করাচির ইউবিএল গ্রাউন্ডে শেষ দিনে ৬১ রানের সময় বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। পরে হাসপাতালে পাঠানো হয় তাঁকে। নিবিড় স্বাস্থ্য পরীক্ষার পর জানা যায়, অ্যাকিউট করোনারি সিনড্রোমে ভুগছেন ৩৪ বছর বয়সী এই ওপেনার। 

হাসপাতালে ভর্তির এক দিন পর এনজিওপ্লাস্টি করানো হয় আবিদের। গত বৃহস্পতিবার আরেকটি এনজিওপ্লাস্টি করানো হয়। শুরু থেকেই একজন হৃদরোগ বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা নিচ্ছেন তিনি। তাঁর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে পিসিবির মেডিকেল বিভাগ।   

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা