হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশকে এমন ‘শিক্ষা’ই দিতে চেয়েছে যুক্তরাষ্ট্র

হিউস্টনে গত রাতে অঘটনের শিকার বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দেখাতেই বাংলাদেশকে হারাল যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে এভাবেই চমকে দেওয়ার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যাটার হারমিত সিং। 

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বোলিংয়েই যে কাজ অনেকটা এগিয়ে রাখে যুক্তরাষ্ট্র। টস জিতে ফিল্ডিং নিয়ে বাংলাদেশকে ১৫৩ রানে বেঁধে ফেলে যুক্তরাষ্ট্র। তবু বাংলাদেশ যেখানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৬৭তম ম্যাচ খেলতে নেমেছিল, যুক্তরাষ্ট্রের জন্য তা ছিল ২৬তম। আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৯ নম্বরে। যুক্তরাষ্ট্রের অবস্থান সেখানে ১৯তম।

৩ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে যুক্তরাষ্ট্র ১-০ ব্যবধানে এগিয়ে গেল। ১৩ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ শেষ করেই ফেরেন হারমিত। ইনিংসে ছিল ২ চার ও ৩ ছক্কা। ম্যাচ-সেরা হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হারমিত বলেন, ‘ভালো লাগছে। এটা আমাদের ঘরের মাঠ, তাই সুযোগটা নিতে মরিয়া ছিলাম। বাংলাদেশকে বোঝাতে চেয়েছি যে আমরা এখানে ওয়াকওভার দিতে আসিনি।’ 

বাংলাদেশের যে একেবারে জয়ের সম্ভাবনা ছিল না, তা নয়। শেষ ৪ ওভারে যুক্তরাষ্ট্রের দরকার ছিল ৫৫ রান। হাতে ৫ উইকেট। সেখান থেকে ১৭ ও ১৮তম ওভারে মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম খরচ করেন ১৭ ও ১৪ রান। ম্যাচের নিয়ন্ত্রণ এভাবেই আস্তে আস্তে চলে যায় যুক্তরাষ্ট্রের কাছে।

ষষ্ঠ উইকেটে ২৮ বলে ৬২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন অ্যান্ডারসন ও হারমিত। যুক্তরাষ্ট্রের বাঁহাতি ব্যাটার বলেন, ‘ক্রিকেট যেভাবে এগোচ্ছে, ওভারপ্রতি ১২ রান করা সহজ। নিজের ওপর ভরসা ছিল যে রান করব। কয়েকটা বল ঠিকমতো সংযোগ করার দরকার ছিল। আমি মনে করি আজ (গতকাল) তাদের সেরা বোলারদের ওপর চড়াও হয়ে দারুণ কাজ করেছি।’

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ ভারতের ৪ ক্রিকেটার

হ্যাট্রটিক শিরোপার মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২২৯ রান করেও আফসোসটা থেকেই গেল ডাচ ক্রিকেটারের

ইংল্যান্ড দলে ২০ বছরে যা পাননি, এবার তা-ই পেলেন অ্যান্ডারসন

গম্ভীর কি ক্রিকেট কোচ নাকি ফুটবল কোচ, প্রশ্ন ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের

গতিতারকা শোয়েব আখতারকে যেভাবে কাজে লাগাতে চায় ঢাকা