হোম > খেলা > ক্রিকেট

অসহযোগ আন্দোলনে শান্তদের ট্রেনিং স্থগিত করেছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃষ্টিবাধায় আজ সকালের দৌড় পরীক্ষা বাতিল হলেও ফিটনেসসহ বিভিন্ন পরীক্ষা হয়েছে। আবহওয়ার উন্নতি হলে বাতিল হওয়া দৌড় সেশন সম্পন্ন বলে জানিয়েছিলেন বিসিবির ফিজিও। আগামীকাল মিরপুরে শুরু হওয়ার কথা ছিল ক্রিকেটারদের স্কিল ট্রেনিং।

তবে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাকে কাল এই স্কিল ট্রেনিং স্থগিত করেছে বিসিবি। 

আজ রাতে ফোনে স্কিল ট্রেনিং স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবিরি সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম। তিনি বলেছেন, ‘আমরা ঢাকার পরিস্থিতির ওপর নজর রাখছি। জাতীয় দলের ক্রিকেটার ও কোচদের নিরাপত্তার বিষয়টিকে আমরা গুরুত্ব দিচ্ছি এখন।

জাতীয় দলের স্কিল ক্যাম্পের সঙ্গে যুক্ত প্রধান কোচসহ পুরো কোচিং প্যানেল ও ক্রিকেটাররা ঢাকার বিভিন্নস্থানে বসবাস করেন। এমন পরিস্থিতিতে সকলের স্টেডিয়ামে আসাটা বেশ ঝুকিঁপূর্ণ। তাই এই স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

তবে পরশু সোমবার জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প চলবে কিনা সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ