হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডের জরিমানা কী হবে, আম্পায়ারের কাছে বাংলাদেশ  

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

সিলেট টেস্টে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে ভালো অবস্থানে বাংলাদেশ দল। ৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২১২ রান তুলেছে স্বাগতিকেরা। লিড এখন ২০৫ রানের। বাংলাদেশের দারুণ এক দিনে আলোচনায় আইসিসির নিয়ম লঙ্ঘন করে বলে গ্লেন ফিলিপসের লালা-কাণ্ড।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৩৪তম ওভারের ঘটনা। ফিলিপসকে সেই ওভারের প্রথম ডেলিভারির পর বলে লালা মাখাতে দেখা যায়। একবার নয়, দুবার এই ঘটনা ঘটিয়েছেন কিউই অলরাউন্ডার। কিন্তু মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও পল রাইফেল সে সময় কোনো হস্তক্ষেপ বা পদক্ষেপ নেননি। ক্রিকেটের আইনবিধিতে থাকলেও নিউজিল্যান্ড দলকে কোনো শাস্তি দেননি তাঁরা।

তবে চতুর্থ আম্পায়ারকে ব্যাপারটি জানিয়েছে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেছেন, ‘আমরা অবগত, আমরা জানিয়েছি। ৫ রান পেনাল্টি? ওহ তাহলে বড় ইস্যু। আমি দেখেছি, ৩৩.১ ওভারে। আমরা চতুর্থ আম্পায়ারকে জানিয়েছি।’ 

করোনাকালীন আইসিসি বলে লালা মাখানোর ব্যাপারটি নিষিদ্ধ করেছিল। এই নিয়ম লঙ্ঘন করে ক্রিকেটের আইনবিধির ৪৩.৩ ধারা অনুযায়ী, ক্রিকেট বলে লালা ব্যবহার করা নিষিদ্ধ। গত বছরের ১ অক্টোবর থেকে এ আইন কার্যকর হয়েছে। আম্পায়ার চাইলে শাস্তি হিসেবে ফিল্ডিং দলকে ৫ রান জরিমানা করতে পারেন। প্রয়োজন হলে আম্পায়ার বল পরিবর্তন ফেলতে পারেন।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা