সিলেট টেস্টে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে ভালো অবস্থানে বাংলাদেশ দল। ৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২১২ রান তুলেছে স্বাগতিকেরা। লিড এখন ২০৫ রানের। বাংলাদেশের দারুণ এক দিনে আলোচনায় আইসিসির নিয়ম লঙ্ঘন করে বলে গ্লেন ফিলিপসের লালা-কাণ্ড।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৩৪তম ওভারের ঘটনা। ফিলিপসকে সেই ওভারের প্রথম ডেলিভারির পর বলে লালা মাখাতে দেখা যায়। একবার নয়, দুবার এই ঘটনা ঘটিয়েছেন কিউই অলরাউন্ডার। কিন্তু মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও পল রাইফেল সে সময় কোনো হস্তক্ষেপ বা পদক্ষেপ নেননি। ক্রিকেটের আইনবিধিতে থাকলেও নিউজিল্যান্ড দলকে কোনো শাস্তি দেননি তাঁরা।
তবে চতুর্থ আম্পায়ারকে ব্যাপারটি জানিয়েছে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেছেন, ‘আমরা অবগত, আমরা জানিয়েছি। ৫ রান পেনাল্টি? ওহ তাহলে বড় ইস্যু। আমি দেখেছি, ৩৩.১ ওভারে। আমরা চতুর্থ আম্পায়ারকে জানিয়েছি।’
করোনাকালীন আইসিসি বলে লালা মাখানোর ব্যাপারটি নিষিদ্ধ করেছিল। এই নিয়ম লঙ্ঘন করে ক্রিকেটের আইনবিধির ৪৩.৩ ধারা অনুযায়ী, ক্রিকেট বলে লালা ব্যবহার করা নিষিদ্ধ। গত বছরের ১ অক্টোবর থেকে এ আইন কার্যকর হয়েছে। আম্পায়ার চাইলে শাস্তি হিসেবে ফিল্ডিং দলকে ৫ রান জরিমানা করতে পারেন। প্রয়োজন হলে আম্পায়ার বল পরিবর্তন ফেলতে পারেন।