হোম > খেলা > ক্রিকেট

নেপালে আজ তামিমের ম্যাচ

মাঠে গড়িয়েছে এভারেস্ট প্রিমিয়ার লিগের (ইপিএল) দ্বিতীয় পর্ব। আজ দ্বিতীয় দিনের খেলায় মাঠে নামবে তামিম ইকবালের ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরস। তাদের প্রতিপক্ষ পোখারা রাইনোস।

নেপালের কীর্তিপুরে ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর পৌনে ২টায়। প্রথম ম্যাচেই মাঠে দেখা যেতে পারে তামিমকে। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পর এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।

নেপালে যাওয়ার আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কদিন গা গরমের অনুশীলন করেছেন তামিম। টুর্নামেন্টটি খেলতে উন্মুখ হয়ে আছেন বাংলাদেশ ওপেনার। কাল হিমালয়কন্যার দেশটিতে পৌঁছেই জানিয়েছেন নিজের অনুভূতির কথা। বলেছেন, ‘আমি দারুণ রোমাঞ্চিত। আগে কখনো নেপালে আসা হয়নি। খুবই সুন্দর দেশ।’

জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর প্রথমবার মাঠে নামবেন তামিম। এই টুর্নামেন্টে নিজের সেরাটা দিতে চান বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সে তামিম ছাড়াও আছেন উপুল থারাঙ্গা ও ধামিকা প্রসাদের মতো তারকা। দলটির অধিনায়কের দায়িত্বে আছেন নেপাল ক্রিকেটার শারদ ভেসোকার।

গ্রুপ পর্বে মোট পাঁচটি ম্যাচ খেলবে তামিমের ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। বাকি চার ম্যাচের দুটি হবে ২৭ ও ২৯ সেপ্টেম্বর। আর দুটি হবে ২ ও ৪ অক্টোবর।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা