হোম > খেলা > ক্রিকেট

সাকিবকে অভিনন্দন জানিয়েছেন লিটন 

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌঁড়ে সাকিব আল হাসানের সঙ্গে ছিলেন লিটন দাস। শেষ পর্যন্ত সাকিবই হয়েছেন ওয়ানডের অধিনায়ক। পুনরায় ওয়ানডে অধিনায়ক হওয়া সাকিবকে অভিনন্দন জানিয়েছেন। 

২০২৩ এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশের অধিনায়ক থাকছেন সাকিব। গুলশানে নিজের বাসভবনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ দুপুরে সেটা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। সাকিবকে অভিনন্দন জানিয়ে লিটন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘অভিনন্দন সাকিব ভাই। আপনার নেতৃত্বে সামনের টুর্নামেন্টগুলোতে আমরা সেরা ক্রিকেট খেলব আশা করি।’ 

ওয়ানডেতে সর্বশেষ ২০১৭ সালে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন। সাকিবের নেতৃত্বে ওয়ানডেতে ৫০ ম্যাচ খেলে ২৩ ম্যাচে জিতেছে বাংলাদেশ। ২০১১ সালে ঘরের মাঠে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। সেবার গ্রুপ পর্বেই বাদ পড়ে গিয়েছিল বাংলাদেশ। ৩টি করে ম্যাচ জিতেছিল ও হেরেছিল বাংলাদেশ। 

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব খেলছেন গল টাইটানসের হয়ে। এখন পর্যন্ত খেলেছেন ৫ ম্যাচ। ৪ ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছেন ৭০ রান। গড় ১৭.৫০ ও স্ট্রাইক রেট ১২৫। বোলিংয়ে ৫ উইকেট নিয়েছেন ৭.০৫ ইকোনমিতে। তার আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে খেলেছেন তিনি। ৪ ম্যাচ খেলে ২৫.৫০ গড় ও ১৫৪.৫৪ স্ট্রাইক রেটে করেছেন ১০২ রান। ৭ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট।

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা

ইংল্যান্ডকে বড্ড বেকায়দায় ফেলেছে অস্ট্রেলিয়া

বিপিএলে লিটনদের কি টানা ম্যাচ খেলতে দেবে বিসিবি

পুরো আইপিএল খেলতে পারবেন না মোস্তাফিজ

জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ম্যাচের কথা মনে করাল নিউজিল্যান্ড

বাজে পরিবেশে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ আয়োজন করে তোপের মুখে বিসিসিআই

সতীর্থরাই ডোবালেন মোস্তাফিজকে