হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কাকে পেল বাংলাদেশ, এক গ্রুপে ভারত-পাকিস্তান

ছেলেদের ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা মানেই যেন ভিন্নরকম এক আবহ। মেয়েদের ক্রিকেটে অবশ্য তেমন উত্তাপ দেখা যায় না। ২০২৪ নারী এশিয়া কাপে লঙ্কানদের গ্রুপেই পড়েছে বাংলাদেশ।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আজ নিজেদের ফেসবুক পেজে ২০২৪ নারী এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে। ৮ দল নিয়ে হবে এবারের টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি সংস্করণে। দুই গ্রুপে থাকছে ৪টি করে দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়া। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে থাকছে সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। ১৯ জুলাই টুর্নামেন্ট শুরুর প্রথম দিনেই মাঠে নামছে ভারত ও পাকিস্তান। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ হিসেবে নামছে না। পাকিস্তান খেলবে নেপালের বিপক্ষে আর ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

২০ জুলাই নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ২২ ও ২৪ জুলাই থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।

গ্রুপ পর্বের ম্যাচ হবে ২৪ জুলাই পর্যন্ত। দুই গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে সেমিফাইনাল। দুটি সেমিফাইনাল হবে ২৬ জুলাই। ফাইনাল হবে ২৮ জুলাই। সব ম্যাচ হবে ডাম্বুলায়।

সবশেষ নারী এশিয়া কাপ হয়েছিল ২০২২ সালে। টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। বাংলাদেশে হওয়া টুর্নামেন্টে অংশ নেয় ৭ দল। তবে আয়োজক বাংলাদেশ সেমিফাইনালেই উঠতে পারেনি।

২০২৪ নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ: 
প্রতিপক্ষ             তারিখ                
শ্রীলঙ্কা               ২০ জুলাই         
থাইল্যান্ড           ২২ জুলাই 
মালয়েশিয়া        ২৪ জুলাই        

প্রথম সেমিফাইনাল ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘বি’ গ্রুপ রানার্সআপ 
দ্বিতীয় সেমিফাইনাল ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘এ’ গ্রুপ রানার্সআপ 
দুটি সেমিফাইনালই ২৬ জুলাই
ফাইনাল ২৮ জুলাই

*সব ম্যাচ ডাম্বুলায়। সময় এখনো জানানো হয়নি

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও