হোম > খেলা > ক্রিকেট

স্টোকসের মতো হতে চান কারান

বেন স্টোকসের অবসরকে কেন্দ্র করে ওয়ানডে ক্রিকেট নিয়ে বিস্তর আলোচনা চলছে। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো এই অলরাউন্ডারের অবসর নতুন করে ভাবাচ্ছে ক্রিকেট বিশ্লেষকদের। একই সঙ্গে তাঁর অবসরে ভাবতে হচ্ছে ইংলিশদেরও। 

৫০ ওভারের ক্রিকেটকে আকস্মিকভাবে বিদায় জানিয়েছিলেন স্টোকস। তাঁর অনুপস্থিতি ইংল্যান্ড দলেও প্রভাব ফেলতে পারে। তবে সেটাকে বুঝতে দিতে চান না তরুণ ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান। ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে কারান জানিয়েছেন, স্টোকসের মতো দলে অবদান রাখতে চান তিনি। 

 ২০২৩ বিশ্বকাপ ইংল্যান্ডের জন্য শিরোপা ধরে রাখার মিশন। তার আগেই দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারের অবসর দলের জন্য বড় ঘাটতি হতে পারে। যদিও স্টোকসের জায়গাটা নিতে চান কারান। তিনি বলেছেন, ‘স্টোকসের মতো হতে চাই। চেষ্টা করছি তাঁকে নকল করতে। তাঁর না থাকা দলের জন্য বিশাল ক্ষতি। সতীর্থরা তাঁকে মিস করছে। ওয়ানডে অধিনায়ক বাটলার ও দলের কাছ থেকে এ বিষয়ে বার্তা পেয়েছি।’ 

স্টোকসের অবসর কারানের জন্য সুখবরও বটে। এতদিন স্টোকসের ছায়া হয়ে থাকা এই অলরাউন্ডারের সামনে সুযোগ আছে নিজেকে মেলে ধরার। চ্যালেঞ্জটা নিয়েই কারান বলেছেন, ‘স্টোকস না থাকায় এখন ওপরে ব্যাটিং করতে পারব। যা আমাকে একজন ব্যাটার হিসেবেও পরিচিত করবে। পরিস্থিতি বিবেচনা করে ব্যাটিং করার চেষ্টা করব। এ জন্য মঈন আলী ও স্টোকসের পরামর্শ নিচ্ছি। কঠিন মুহূর্তে ব্যাটিং করার দারুণ অভিজ্ঞতা আছে তাঁদের।’ 

আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র শুরু করেছেন কারান। স্টোকসদের মতো সংস্করণ বেছে খেলতে আগ্রহী না ২৪ বছর বয়সী ক্রিকেটার, ‘এখন অনেক খেলা হচ্ছে। আমার লক্ষ্য দলের হয়ে তিন সংস্করণে খেলা। ছোট থেকেই এ স্বপ্ন দেখে আসছি। দেশের হয়ে ম্যাচ জেতার মতো আনন্দ আর নেই। আমার স্বপ্ন দেশের হয়ে ২৫টি টেস্ট ম্যাচ জেতা।’

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও

ভারতের বিপক্ষে বিতর্কিত মন্তব্য করে বিদ্রূপের শিকার আফ্রিদি

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা

আইসিসির মান অনেক নিচে নেমে যাচ্ছে, বলছেন ভারতীয় ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকায় অদ্ভুতুড়ে ঘটনায় পরিত্যক্ত মুজিবদের খেলা

এবার অন্য রকম অ্যাশেজ কাটাল অস্ট্রেলিয়া