হোম > খেলা > ক্রিকেট

চলে গেলেন ইংলিশ তারকা ক্রিকেটার থর্প 

মারা গেলেন গ্রাহাম থর্প। ৫৫ বছর বয়সে আজ না ফেরার দেশে চলে গেলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার। 

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে থর্পের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। ইসিবি বলেছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গ্রাহাম থর্প মারা গেছেন। গ্রাহামের মৃত্যুতে আমরা কতটা ধাক্কা খেয়েছি, তা বোঝানোর মতো ভাষা নেই।’ ২০২২ সালের মে মাসে মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।আফগানিস্তানের প্রধান কোচ হওয়ার পরপরই অসুস্থ হয়েছিলেন তিনি।

১৯৯৩ থেকে ২০০৫—১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০০ টেস্ট ও ৮২ ওয়ানডে খেলেছেন থর্প। ১৮২ ম্যাচে ৪২.৪৩ গড়ে করেছেন ৯১২৪ রান। ১৬ সেঞ্চুরির পাশাপাশি ৬০ ফিফটি করেছেন।  সেঞ্চুরি সবই করেছেন টেস্টে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৪৪.৬৬  গড়ে করেছেন ৬৭৪৪ রান। ট্রেন্টব্রিজে ১৯৯৩ সালে অভিষেক টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছেন। 

থর্পের মৃত্যুর সময়ে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে অবদানের কথা উল্লেখ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইসিবি বলেছে, ‘ইংল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটারের চেয়েও ক্রিকেট পরিবারের প্রিয় সদস্য ছিলেন। তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কিছুই ছিল না। ১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে যা অর্জন তিনি করেছেন, সেটা তাঁর সতীর্থ, ইংল্যান্ড এবং সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের সমর্থকদের অনেক খুশির মুহূর্ত এনে দিয়েছেন। পরবর্তীতে কোচ হিসেবে ইংল্যান্ড ছেলেদের ক্রিকেট দলের সুপ্ত প্রতিভা বিকশিত করেছেন এবং সব সংস্করণে ইংল্যান্ডকে অনেক জয় এনে দিয়েছেন।’

সামাজিক মাধ্যমে থর্পের মৃত্যুর পরই ছবি পোস্ট করেছেন বেন স্টোকস।  স্টোকসের এক্স হ্যান্ডলে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ইংল্যান্ডের বর্তমান টেস্ট অধিনায়ক ‘৫৬৪ থর্প’ লেখা জার্সি পরেছেন।  পাঁচটা লাভ ইমোজি দিয়েছেন ক্যাপশন। ইসিবি লিখেছে, ‘ক্রিকেট বিশ্ব আজ শোকাহত। তাঁর (থর্প) স্ত্রী আমান্দা, সন্তান, বাবা জিওফ এবং তাঁর পরিবার ও বন্ধুবান্ধবেরা যে অকল্পনীয় কঠিন সময় পার করছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। খেলাটিতে গ্রাহাম থর্পের যে অবদান রয়েছে, সেটার জন্য দীর্ঘদিন তাঁকে মনে রাখব।’
 
১৯৮৮ থেকে ২০০৫ পর্যন্ত সারে ক্লাবের হয়ে খেলেছেন থর্প। কাউন্টি ক্লাবটির হয়ে প্রায় ২০ হাজার রান করেছেন তিনি। সারের চেয়ারম্যান ওলি স্লিপার বলেছেন, ‘সারের অন্যতম কৃতি সন্তানদের একজন গ্রাহাম। সবচেয়ে বড় দুঃখের ব্যাপার যে ওভালের গেট দিয়ে তাঁকে আর জেতে দেখা যাবে না। তিনি সারে ক্লাবের কিংবদন্তি এবং তিন পালক, তিন সিংহ—দুই জার্সি পরে ক্লাবের অনেক সুনাম বয়ে এনেছেন।’
 
২০১০ সালে ইসিবির ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন থর্প। ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ে ব্যাকরুম স্টাফের দায়িত্ব পালন করেছিলেন তিনি। ক্রিস সিলভারউডের সঙ্গে সহকারী কোচের দায়িত্বে ছিলেন থর্প। ২০২১-২২ অ্যাশেজে সিলভারউড-থর্প যখন ইংল্যান্ডের কোচিং প্যানেলে ছিলেন, তখন ৪-০ ব্যবধানে হেরেছিল ইংলিশরা। ২০২২ সালের মার্চে আফগানিস্তানের প্রধান কোচ নিযুক্ত হলেও পরে আর দায়িত্ব পালন করতে পারেননি।
 

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু