হোম > খেলা > ক্রিকেট

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক    

এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে আছেন মোস্তাফিজুর রহমান। ছবি: ক্রিকইনফো

অপেক্ষা ছিল কেবল এক উইকেটের। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে সূর্যকুমার যাদবকে ফিরিয়ে সে অপেক্ষা ফুরিয়েছে মোস্তাফিজুর রহমানের। সাকিব আল হাসানকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার বনে গেছেন এই বাঁহাতি পেসার।

১১৮তম টি-টোয়েন্টিতে এসে সাকিবকে পেছনে ফেললেন মোস্তাফিজ। বর্তমানে কাটার মাস্টারের নামের পাশে শোভা পাচ্ছে ১৫০ উইকেট। ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে এত দিন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এই সংস্করণে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন সাকিব। ১১ ম্যাচ কম খেলেই তারকা অলরাউন্ডার ও বাংলাদেশের সাবেক অধিনায়কের রেকর্ডটি নিজের দখলে নিলেন মোস্তাফিজ।

শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে ২০ রানে ৩ উইকেট নেন মোস্তাফিজ। সে সঙ্গে সাকিবের পাশে বসেন তারকা পেসার। রেকর্ডটি নিজের দখলে নিতে বেশি সময় লাগল না তাঁর। ২০১৫ সালের এপ্রিলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মোস্তাফিজের। এরপর শুরু থেকে নিজের জাত চিনিয়ে আসছেন সাতক্ষীরার এ বোলার। ডেথ ওভারে দারুণ বোলিংয়ের জন্য বেশ সুনাম রয়েছে তাঁর।

লম্বা সময় ধরে বাংলাদেশের হয়ে খেলেন না সাকিব। তাই মোস্তাফিজের এই রেকর্ড যে দীর্ঘদিন টিকে থাকবে, সেটা বলাই যায়। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি বোলার তাসকিন আহমেদ। ৮১ ম্যাচে গতি তারকার শিকার ৯৯ উইকেট। ৬১ উইকেট নিয়ে তালিকার চারে অবস্থান করছেন শেখ মেহেদী হাসান। সেরা পাঁচের সবার শেষের জায়গাটি শরিফুল ইসলামের দখলে। ৫৮ উইকেট ঝুলিতে পুরেছেন এই বাঁহাতি পেসার।

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল

বাজে রেকর্ডে নাম লেখানোর পর নিজেকেই ‘লাথি মারছেন’ ভারতীয় ক্রিকেটার