হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের হয়ে যত বছর সম্ভব খেলার চেষ্টা করব, জানালেন সাকিব

সুযোগের সদ্ব্যবহার কীভাবে করতে হয়, তা যেন বাংলাদেশের আজও অজানা। সেমিফাইনালে উঠতে শেষ মুহূর্তের পাওয়া সুযোগ কাজে লাগাতে পারলেন না সাকিব আল হাসানরা। অ্যাডিলেডে আজ পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরে সুপার টুয়েলভ থেকে বিদায় নিল বাংলাদেশ। তবে সাকিবের মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই বাংলাদেশের সেরা পারফরম্যান্স।

২০২১ ও ২০২২—পরপর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটটা একই, যেখানে গত বিশ্বকাপে প্রথম পর্ব পেরিয়ে সুপার টুয়েলভ খেলে বাংলাদেশ। তবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সব কটি ম্যাচ হারে বাংলাদেশ। ধারাবাহিকভাবে এই সংস্করণে বাজে খেলায় রিয়াদের অধিনায়কত্ব চলে যায়। এমনকি রিয়াদ এই বিশ্বকাপের দলেও জায়গা পাননি। আর মুশফিকুর রহিম তো এই সংস্করণ থেকেই অবসর নিয়েছেন।

রিয়াদ ও মুশফিকের পরিবর্তে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে নিয়ে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ। আর এই বিশ্বকাপে বাংলাদেশ দুই ম্যাচ জিতেছে, যেখানে ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয় পেল বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘ফলাফলের দিক থেকে বিশ্বকাপে এটাই আমাদের সেরা পারফরম্যান্স। নতুন অনেকে এসেছে। এত পরিবর্তন নিয়ে আমাদের এটাই সেরা পারফরম্যান্স।’

অ্যাডিলেডে আজ টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। প্রথম ১০ ওভার শেষে বাংলাদেশ করেছিল ১ উইকেটে ৭০ রান। কিন্তু এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। সাকিবের মতে, রানটা আরও একটু বেশি হতে পারত। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘প্রথমার্ধে আমরা ১ উইকেটে ৭০ রান করেছিলাম। এই পিচে ১৪৫-১৫০ করলে ভালো হতো। নতুন ব্যাটারদের জন্য কঠিন হয়ে যাচ্ছিল। সেট ব্যাটাররাও শেষ পর্যন্ত খেলতে পারেনি।’

গত মার্চে ৩৫ বছর বয়সে পা রেখেছেন সাকিব। আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসতে আসতে এই অলরাউন্ডারের বয়স হবে ৩৭। অবশ্য তার এক বছর আগে ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ আছে সাকিবের। তিনিও চান যত দিন সম্ভব বাংলাদেশের হয়ে খেলে যেতে। সাকিব এ ব্যাপারে বলেন, ‘আমি আসলে এ বিষয়ে জানি না। আমি বাংলাদেশের হয়ে যত বছর সম্ভব খেলার চেষ্টা করব। আমাকে ফিট থাকতে হবে এবং পারফর্ম করতে হবে। ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে এটি আমার জন্য আদর্শ টুর্নামেন্ট ছিল না। আমি মনে করি, আমি আরও ভালো বোলিং-ব্যাটিং করতে পারতাম। তো যত দিন ফিট আছি এবং দলের জন্য অবদান রাখছি, আমি খেলতে পছন্দ করব।’

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ