হোম > খেলা > ক্রিকেট

পাপন বললেন, ৫ উইকেট পড়ার পর মাঠে থাকলে হার্ট অ্যাটাক করতাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা টেস্টের প্রথম ঘণ্টা দুঃস্বপ্নের মতো কেটেছে বাংলাদেশ দলের । ২৪ রান তুলতেই হারিয়েছে পাঁচ উইকেট। ঘরের মাঠে টেস্টে  এর আগে এমন হয়েছে কি না মনে করাই কষ্টসাধ্য। দলের এমন ব্যাটিং বিপর্যয় সরাসরি দেখা হয়নি বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের।

দিনের খেলা শেষে পাপন জানিয়েছেন, ৫ উইকেট পড়ার সময় মাঠে থাকলে তিনি হার্ট অ্যাটাক করতেন, ‘৫ উইকেট পড়ার পর আমি ছিলাম না। থাকলে হয়তো হার্ট অ্যাটাক করতাম। তখন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলাম। ওনি বলল কি অবস্থা খেলার, আমি বললাম আপা আমি এখনো দেখিনি, গিয়ে দেখতে চাই।’ 

বিসিবি প্রধানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মূলত আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলেকে নিয়েই। দু’দিনের সফরে বাংলাদেশে এসেছেন তিনি। বাংলাদেশ-শ্রীলঙ্কা ঢাকা টেস্টের প্রথমদিনের খেলা দেখা ছাড়াও দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বার্কলের সঙ্গে দেখা কর‍তে প্রধানমন্ত্রী মেডিকেল এপয়নমেন্টও বাতিল করেন। বিসিবি সভাপতি ও আইসিসি সভাপতি যখন মাঠে ফিরছিলেন ততক্ষণে মিরপুরে লিটন দাস ও মুশফিকের সেঞ্চুরি হয়ে গেছে। যাত্রাপথে বিসিবি সভাপতিকে খুদে বার্তায় লিটন-মুশির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন বার্তা পাঠান।

আজ ঢাকা টেস্টের প্রথম ঘন্টা খেলা দেখার কথা থাকলেও খানিক দেরি করেই মাঠে আসেন। তার আগে দেখা করেন প্রধানমন্ত্রীর সাথে। এরপর যান সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে। সিলেট থেকে ফিরে মিরপুরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন বার্কলে ও পাপন। সেখানেই ২৪ রানে ৫ উইকেট হারানোর পর বীরত্ব দেখিয়ে সেঞ্চুরি হাঁকানো মুশফিক-লিটনকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তার কথা জানান পাপন। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রধানমন্ত্রী নিজেই, উনি আজকে অবিশ্বাস্য ছিল। তার আজকে মেডিকেল এপয়নমেন্ট ছিল, কিন্তু উনি আগে আইসিসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন, এরপর বাকিটা করবেন। উনি আমাদের অনেক সময় দিয়েছেন, অনেক আগ্রহও দেখিয়েছেন।’

পাপন বলেন, ‘আমি নিশ্চিত গ্রেগ চমকে গেছে একটা দেশের প্রধানমন্ত্রী ক্রিকেট এতটা ভালোবাসে। এমনকি যখন আমরা হেলিকাপ্টারে ছিলাম। লিটন যেই মুহূর্তে সেঞ্চুরি করল, প্রধানমন্ত্রী আমাকে মেসেজ পাঠিয়েছেন লিটনকে অভিনন্দন জানিয়ে। আমি তো দেখতে দেখতে ভয় পাচ্ছিলাম। কারণ আগেরবার লিটন অল্পের জন্য হাতছাড়া করেছে। তাই দেখতে ভয় পাচ্ছিলাম। এরপর আপার দ্বিতীয় মেসেজ দেখলাম, মুশফিককে অভিনন্দন। সবমিলিয়ে গ্রেগের জন্যও এটা একটা অভিজ্ঞতা।’

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা