হোম > খেলা > ক্রিকেট

এই মুহূর্তে সব সংস্করণে বাবরই সেরা ব্যাটার

করাচি টেস্টে অনবদ্য এক ইনিংস খেলে ম্যাচ বাঁচিয়েছেন বাবর আজম। ১৯৬ রানের ইনিংসটি খেলার পথে বাবর ছাড়িয়ে গেছেন একের পর এক মাইলফলক। মাঠে লড়াই চালিয়ে বাবর যখন নতুন ইতিহাস লিখছিলেন, তখন আইসিসির হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়েও উন্নতির খবর পেয়েছেন পাকিস্তান অধিনায়ক। 

দুর্দান্ত বাবরে ভর করে এরপর ঠিকই করাচি টেস্ট বাঁচিয়ে ফেলে পাকিস্তান। অসামান্য এই ইনিংসের পর সবাই প্রশংসায় ভাসাচ্ছেন বাবরকে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বাবরকেই এখন সব সংস্করণে সেরা ব্যাটার মানছেন। এক টুইট বার্তায় ভন বলেছেন, ‘প্রশ্নাতীতভাবেই আমার মতে এই মুহূর্তে বাবর আজমই সব সংস্করণে সবার সেরা ব্যাটার।’ 

ম্যাচের পর বাবর বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল টিকে থাকার চেষ্টা করে যাওয়া। আমরা রান তাড়ার কথা ভাবিনি। শফিক ও রিজওয়ানকে কৃতিত্ব দিতে হবে।’ 

এর আগে করাচি টেস্ট ড্র করার পথে একের পর এক মাইলফলক ছাড়িয়ে গেছেন। চতুর্থ ইনিংসে অধিনায়কদের সর্বোচ্চ রানের নতুন রেকর্ডও গড়েন বাবর। টপকে যান মাইকেল আথারটনের অপরাজিত ১৮৫ রানের ইনিংসকেও। বল খেলার হিসাবে তৃতীয় উইকেট জুটিতে নতুন রিজওয়ানকে নিয়ে নতুন রেকর্ড গড়েছেন বাবর। এ জুটিতে ৫২০ বল খেলেছেন তাঁরা। এর আগে ২০০১ সালে ৫০০ বল খেলেছিলেন ভারতের দ্বীপ দাস গুপ্ত ও রাহুল দ্রাবিড়।

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ ভারতের ৪ ক্রিকেটার

হ্যাট্রটিক শিরোপার মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২২৯ রান করেও আফসোসটা থেকেই গেল ডাচ ক্রিকেটারের

ইংল্যান্ড দলে ২০ বছরে যা পাননি, এবার তা-ই পেলেন অ্যান্ডারসন

গম্ভীর কি ক্রিকেট কোচ নাকি ফুটবল কোচ, প্রশ্ন ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের

গতিতারকা শোয়েব আখতারকে যেভাবে কাজে লাগাতে চায় ঢাকা