হোম > খেলা > ক্রিকেট

এই মুহূর্তে সব সংস্করণে বাবরই সেরা ব্যাটার

করাচি টেস্টে অনবদ্য এক ইনিংস খেলে ম্যাচ বাঁচিয়েছেন বাবর আজম। ১৯৬ রানের ইনিংসটি খেলার পথে বাবর ছাড়িয়ে গেছেন একের পর এক মাইলফলক। মাঠে লড়াই চালিয়ে বাবর যখন নতুন ইতিহাস লিখছিলেন, তখন আইসিসির হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়েও উন্নতির খবর পেয়েছেন পাকিস্তান অধিনায়ক। 

দুর্দান্ত বাবরে ভর করে এরপর ঠিকই করাচি টেস্ট বাঁচিয়ে ফেলে পাকিস্তান। অসামান্য এই ইনিংসের পর সবাই প্রশংসায় ভাসাচ্ছেন বাবরকে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বাবরকেই এখন সব সংস্করণে সেরা ব্যাটার মানছেন। এক টুইট বার্তায় ভন বলেছেন, ‘প্রশ্নাতীতভাবেই আমার মতে এই মুহূর্তে বাবর আজমই সব সংস্করণে সবার সেরা ব্যাটার।’ 

ম্যাচের পর বাবর বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল টিকে থাকার চেষ্টা করে যাওয়া। আমরা রান তাড়ার কথা ভাবিনি। শফিক ও রিজওয়ানকে কৃতিত্ব দিতে হবে।’ 

এর আগে করাচি টেস্ট ড্র করার পথে একের পর এক মাইলফলক ছাড়িয়ে গেছেন। চতুর্থ ইনিংসে অধিনায়কদের সর্বোচ্চ রানের নতুন রেকর্ডও গড়েন বাবর। টপকে যান মাইকেল আথারটনের অপরাজিত ১৮৫ রানের ইনিংসকেও। বল খেলার হিসাবে তৃতীয় উইকেট জুটিতে নতুন রিজওয়ানকে নিয়ে নতুন রেকর্ড গড়েছেন বাবর। এ জুটিতে ৫২০ বল খেলেছেন তাঁরা। এর আগে ২০০১ সালে ৫০০ বল খেলেছিলেন ভারতের দ্বীপ দাস গুপ্ত ও রাহুল দ্রাবিড়।

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’