হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তান ম্যাচে কোহলির যে কাণ্ড দেখে খেপেছেন গাভাস্কার

পাকিস্তানি ফিল্ডারের থ্রো করা বল হাত দিয়ে থামিয়েছেন বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচে এখন আর সেই উত্তেজনা দেখা যায় না বললেই চলে। ম্যাচের আগেই যা একটু উত্তাপ ছড়ায়। কিন্তু এমন ম্যাচে যখন অপ্রত্যাশিত কিছু ঘটে, সুনীল গাভাস্কার তো চুপ করে থাকার পাত্র নন। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তি গতকাল বিরাট কোহলির এক কাণ্ড দেখে চটেছেন।

দুবাইয়ে গতকাল ভারতের ইনিংসের ২১ তম ওভারের ঘটনা। ওভারের পঞ্চম বলে হারিস রউফকে কাভার এবং পয়েন্টের মাঝে ঠেলে সিঙ্গেল নিয়ে স্বাচ্ছন্দ্যে নন স্ট্রাইকপ্রান্তে পৌঁছান কোহলি। বাবর আজম বলটা ধরতে যাবেন, এই মুহূর্তে কোহলি বাঁ হাত দিয়ে বলটা থামিয়েছেন। কোহলির এমন ঘটনায় পাকিস্তানের কোনো ক্রিকেটার বিন্দুমাত্র আবেদন করেননি। ভারতীয় ব্যাটারের এমন কাণ্ড দেখে বেজায় চটেছেন গাভাস্কার বলেন, ‘মিড উইকেট ফিল্ডারকে ডাইভ দিতেই হতো। কিন্তু বল চলমান অবস্থায় তার নাক গলানোর কোনো দরকার ছিল না। সে ভাগ্যবান যে কেউ আবেদন করেনি।’

‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ নিয়ে ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবে (এমসিসি) স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে। ৩৭.৩ নীতি অনুযায়ী, ‘ব্যাটার তখনই অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের জন্য আউট হবেন, যখন তিনি বল চলমান অবস্থায় ফিল্ডারকে বাধা দিচ্ছেন বা তার মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছেন। কাজ বা মুখের কথা দিয়ে ব্যাটার এমন কিছু করলেই সেটা আউট হবে। এমনকি ব্যাট না ধরা অবস্থায় স্ট্রাইকপ্রান্তে থাকা ব্যাটার বল ধরলেও সেটা আউট বলে বিবেচিত হবে। বলটা ‘নো বল’ না হলেই এই নিয়ম কার্যকর হবে। তবে নিজেকে বাঁচাতে কোনো ব্যাটার যদি বাধা দেন, তাহলে এমন অপ্রত্যাশিত ঘটনায় ব্যাটার আউট হবেন না।’

রমিজ রাজা গতকাল গাভাস্কারের সঙ্গেই ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলেন। গাভাস্কার যেখানে কোহলির সম্ভাব্য অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট নিয়ে কথা বলেছেন, রমিজ রাজা সেখানে মজা নিয়েছেন। কোহলির এমন কাণ্ড দেখে রমিজ মুচকি হেসে বলেন, ‘তার (কোহলি) ম্যাচ সচেতনতা আসলেই অন্যরকম।’ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ‘এক ঢিলে দুই পাখি’ মেরেছেন কোহলি। ৪৩ তম ওভারের তৃতীয় বলে খুশদিলকে চার মেরে কোহলি ৫১ তম ওয়ানডে সেঞ্চুরির পাশাপাশি ভারতকে ৬ উইকেটের জয় এনে দেন। ১১১ বলে ৭ চারে ১০০ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ভারতীয় এই তারকা ব্যাটার।

আরও পড়ুন:

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা