হোম > খেলা > ক্রিকেট

লঙ্কান প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটা, তদন্তে নেমেছে সরকার 

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে ফিক্সাররা যেন ওঁৎ পেতে থাকে। সুযোগ পেলেই ম্যাচ গড়াপেটা করেন নিজেদের স্বার্থে। এর সঙ্গে তখন জড়িয়ে পড়েন ক্রিকেটাররাও। লঙ্কান প্রিমিয়ার লিগে এমন এক ঘটনার তদন্তে নেমেছে দেশটির সরকার। গড়াপেটার 'চেষ্টার' তদন্ত শুরু করা করেছে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রীর দুর্নীতি বিরোধী ইউনিট। 

জাতীয় দলের এক টপ অর্ডার ব্যাটার এই অভিযোগ করার পরেই তদন্ত শুরু হয়েছে। দুর্নীতি দমন ইউনিটের প্রধান জগত ফনসেকা বিষয়টি নিশ্চিত করেছেন। ফনসেকা জানিয়েছেন, ওই ব্যাটারকে ম্যাচ গড়াপেটা করার বিষয়ে চাপ প্রয়োগ করা হয়েছিল। 

ফনসেকা জানিয়েছেন, ‘ওই ব্যাটার আমাদের জানিয়েছে তাকে গড়াপেটার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল। একজন বড় ব্যবসায়ীর ছেলের পক্ষ থেকে তার কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। ওই ব্যবসায়ী আবার তাঁর এক বন্ধুর হয়ে এই কাজ করার চেষ্টা করেছে। আমরা তদন্ত শেষ করে বিষয়টি অ্যাটর্নি জেনারেলের কাছে পাঠিয়ে দিয়েছি।’ 

গত ডিসেম্বরে লঙ্কান প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ শেষ হয়েছে। পাঁচ দলীয় এই টুর্নামেন্টে দেশ বিদেশের একাধিক ক্রিকেটার অংশ নিয়েছিলেন। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে এর আগে আইপিএল ও বিপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল এবং তদন্তের পর প্রমাণও মিলেছিল।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ