হোম > খেলা > ক্রিকেট

সেঞ্চুরির পরই কেন অধিনায়কত্ব হারালেন বিজয়

আজকের পত্রিকা ডেস্ক­

সেঞ্চুরির পরের দিন অধিনায়কত্ব হারালেন এনামুল হক বিজয়। ছবি: ফাইল ছবি

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরির পর ছিল না এনামুল হক বিজয়ের কোনো উদযাপন। কারণ, দুর্বার রাজশাহী হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই তাঁর মন খারাপ ছিল।ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে কাঁদতে দেখা গেছে। সেঞ্চুরির ২৪ ঘণ্টা না জেতেই হারালেন অধিনায়কত্বও।

দুর্বার রাজশাহী আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজয়কে নেতৃত্ব থেকে সরানোর কথা জানিয়েছে। ব্যাটিংয়ে মনোযোগী হতেই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বলে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়েছে। টুর্নামেন্টের বাকি অংশে রাজশাহীকে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ। তবে সূত্রে জানা গেছে, কদিন আগে টিম হোটেলে দলের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে পারিশ্রমিকসহ বেশ কিছু ইস্যুতে কথা কাটাকাটি হয়েছে বিজয়ের। যেখানে বিজয়, তাসকিন আহমেদ, ইয়াসির আলী চৌধুরী রাব্বিসহ স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করার ব্যাপারটা চট্টগ্রাম পর্ব শুরুর আগেই ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে ১৬ জানুয়ারি ম্যাচ ফির ২৫ শতাংশ দিয়ে দেওয়া হয়েছিল চট্টগ্রাম পর্ব শুরুর দিনই।

৮ ম্যাচে ৩২৪ রান করে এবারের বিপিএলে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক বিজয়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৭ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১০০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা তাঁর তৃতীয় সেঞ্চুরি। বিজয়ের সেঞ্চুরির রাতে খুলনা জেতে ৭ রানে।

বিজয়ের সতীর্থ তাসকিন আহমেদ এখনো পর্যন্ত এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট নিয়েছেন। ৮ ম্যাচে ৬.৭০ ইকোনমিতে নিয়েছেন ১৮ উইকেট। যেখানে এক ম্যাচে ৭ উইকেট নিয়ে রেকর্ড বই ওলটপালট করে দেন। ৮ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে রাজশাহী পয়েন্ট তালিকার পাঁচে অবস্থান করছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে দুর্বার রাজশাহী-চিটাগং কিংসের ম্যাচ।

আরও পড়ুন:

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ

বিশ্বকাপ দলে না থাকা শান্ত-হাসানরাই কাঁপাচ্ছেন বিপিএল

অবসরের ঘোষণা ৮ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের