হোম > খেলা > ক্রিকেট

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন বাংলাদেশের সাবেক কোচ

ক্রীড়া ডেস্ক    

নিউজিল্যান্ডের বিপক্ষে হাসেনি মুশফিক-মাহমুদউল্লাহর ব্যাট। ছবি: আইসিসি

বাঁচা-মরার ম্যাচে অভিজ্ঞদের ওপরই আস্থা থাকে বেশি। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও তেমনই প্রত্যাশা ছিল। কিন্তু জ্বলে উঠতে পারেননি তাঁরা। দুজনের ব্যাটিং দেখে হতবাক বাংলাদেশের সাবেক কোচ ওয়াসিম জাফরকে।

ব্যাটিংয়ে আরও একবার ব্যর্থতার গল্প লেখায় তাই এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় ঘণ্টা বেজে যায় বাংলাদেশের। কিউইদের কাছে গতকাল ৫ উইকেটে হেরেছে তারা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৭৭) ও জাকের আলী (৪৫) ছাড়া আর কেউই ব্যাটিংয়ে দাঁড়াতে পারেননি। মাইকেল ব্রেসওয়েলের বলে আউট হয়ে মুশফিক ২ ও মাহমুদউল্লাহ সাজঘরে ফেরেন ৪ রান করে।

তাঁদের ধুয়ে দিয়ে ইএসপিএনক্রিকইনফোতে জাফর বলেন, ‘যে শট নির্বাচন দেখেছি, তা খুবই হতাশার। বাঁচা-মরার ম্যাচে মুশফিক যে শট খেলেছে, মাহমুদউল্লাহ যে বেপরোয়া শট খেলেছে...। এমন ম্যাচে তারা দায়িত্ব নিয়ে খেলবে এমনটাই তো প্রত্যাশিত ছিল।’

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এলেও চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। জাফর বলেন, ‘দুর্ভাগ্যবশত, আইসিসি ইভেন্টে তাদের গল্পটা এমনই। আমরা সম্ভবত শুধু সাকিব আল হাসানকেই দেখেছি ২০১৯ বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করতে। কিন্তু আমি জানি না, চাপ তাদের পেয়ে বসে নাকি নিজেদের ওপর অতিরিক্ত চাপ নিয়ে ফেলে, তারা ঠিকমতো জ্বলে উঠতে পারছে না।’

কিউইদের হারে কাছে জন্য বাংলাদেশকে দায়টা নিজেদের কাঁধে নিতে হবে বলে মনে করেন জাফর, ‘তারা সহজেই এই পিচে ৩০০ ‍+ রান করতে পারত। সেজন্য নিজেদেরই দুষতে হবে। ২৪০ রানের নিচে নিউজিল্যান্ডকে অল আউট করার ব্যাপারটা বোলিং ইউনিটের কাছে বেশি চাওয়া হয়ে যায়।’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী