হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের সামনে ৩২০ রানের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক

ম্যাচের শুরুটা ভালো হলেও শেষটা ভালো হলো না বাংলাদেশের। বৃষ্টির কারণে ম্যাচ ৪৫ ওভারে কমে আসলেও বড় সংগ্রহ পেয়েছে আয়ারল্যান্ড। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ৩১৯ রান করেছে আইরিশরা।

টস জিতে ফিল্ডিং নিয়ে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম ওভারেই তামিম ইকবালের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন হাসান মাহমুদ। ইনিংসের পঞ্চম বলে পল স্টারর্লিংকে শূন্য রানে ফেরান হাসান। আয়ারল্যান্ডের দলীয় ১৬ রানের মাথায় আবার আঘাত হানেন বাংলাদেশের উদীয়মান পেসার। এবার আরেক ওপেনার স্টিফেন ডোহানিকে ব্যক্তিগত ১২ রানে ফেরান তিনি। তাঁর জোড়া আঘাতের পর অবশ্য ভালোই খেলতে থাকে আইরিশরা। তৃতীয় উইকেটে অ্যান্ড্রু বালবির্নিকে নিয়ে ৯৮ রানের জুটি গড়েন হ্যারি ট্যাক্টর। 

অধিনায়ক বালবির্নিকে ৪২ রানে ফিরিয়ে জুটিটি ভাঙেন শরিফুল ইসলাম। অধিনায়ককে ফেরানোর পর লোরকান টাকারকেও দ্রুত ফেরান বাঁ হাতি পেসার। দুই পেসারের জোড়া আঘাতের পর বাংলাদেশকে পঞ্চম উইকেট এনে দিয়েছেন তাইজুল ইসলাম। অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফারকে ৮ রানে আউট করেছেন এই স্পিনার। 

তবে সতীর্থদের আসা-যাওয়ার মাঝে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন ট্যাক্টর। ক্যারিয়ারের চতুর্থ হলেও বাংলাদেশের বিপক্ষে তাঁর প্রথম। ৯৩ বলে সেঞ্চুরি করেন তিনি। দলের ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১১৩ বলে ১৪০ রান করেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন ৭ চারের বিপরীতে ১০ ছক্কায়। সেঞ্চুরি করার পথে ষষ্ঠ উইকেটে জর্জ ডকরেলের সঙ্গে ১১৫ রানের দুর্দান্ত জুটি গড়েন এই আইরিশ ব্যাটার। 

ট্যাক্টর শেষ ব্যাটার হিসেবে আউট হলেও ৪৭ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন অলরাউন্ডার ডকরেল। দুজনের সঙ্গে শেষ দিকে মাত্র ৮ বলে ২০ রান করে দলের সংগ্রহ ৩০০ পার করান মার্ক অ্যাডায়ার। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়ে সেরা বোলার হাসান ও শরিফুল।

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি

পজিশন নয়, বিপিএলে অঙ্কনের ভাবনায় পারফরম্যান্স

এক ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

দক্ষিণাঞ্চলকে হারিয়ে অলিখিত ফাইনালের অপেক্ষায় মধ্যাঞ্চল

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

ফাইনালে পাকিস্তানের কাছে বিধ্বস্ত ভারতকে নিয়ে বোর্ডের ‘তদন্ত’

অ্যাশেজ শেষ প্যাট কামিন্সের, বিশ্বকাপে খেলতে পারবেন তো