হোম > খেলা > ক্রিকেট

রেকর্ড জয়ে শুরু করা বাংলাদেশের প্রতিপক্ষ আজ আয়ারল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ নারী ক্রিকেট দল আজ খেলতে নামবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ছবি: আইসিসি

জয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও কোচ সারোয়ার ইমরান। ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত সেই জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তবে সে ম্যাচে এমন দুর্দান্ত পারফরম্যান্স করেছে যে দলকে নিয়ে বেড়ে গেছে প্রত্যাশা।

আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন জ্যোতিরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হতে যাওয়া ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। গত বছর এই আয়ারল্যান্ডকেই ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। সেই সিরিজ জয়ের স্মৃতিতে গা ভাসিয়ে আইরিশ মেয়েদের হালকাভাবে নিলে সেটি হবে ভুল। এই আয়ারল্যান্ড গত পরশু নিজেদের প্রথম ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বৃষ্টিবিঘ্নিত সে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৬ রানে জিতলেও তাদের কাঁপিয়ে দিয়েছিলেন আইরিশ মেয়েরা। ৩৩ ওভারে ১৮২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১৭৫ রান তুলে ফেলেছিলেন তাঁরা।

বাংলাদেশ নারী দল অবশ্য নিজেদের প্রথম ম্যাচে মনে রাখার মতো অনেক কিছু করেছে। নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর ২৭১ রান, যেকোনো উইকেটে সবচেয়ে বড় ১৫২ রানের জুটি, প্রথমবারের মতো এক ইনিংসে দুটি সেঞ্চুরি জুটি করেছে বাংলাদেশ। ৭৮ বলে রানের তিন অঙ্ক ছুঁয়ে সে ম্যাচে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুই স্পিনার জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন মেয়েদের ওয়ানডে ইতিহাসে ৫টি করে উইকেট ভাগাভাগির প্রথম কীর্তির জন্ম দিয়েছেন।

তবে থাইল্যান্ড তুলনামূলকভাবে দুর্বল দল বলেই হয়তো এত সব সম্ভব হয়েছে। মাত্র ১০টি ওয়ানডে খেলা থাই মেয়েদের চেয়ে আইরিশ মেয়েরা অনেক শক্তিশালী। তবে জ্যোতির আশা, প্রথম ম্যাচের পারফরম্যান্সের ধারাবাহিকতা পরের ম্যাচগুলোতেও দেখাবে তাঁর দল।

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন