হোম > খেলা > ক্রিকেট

লেগ স্পিনারের অভাব টের পাচ্ছেন হেরাথ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আরব আমিরাতের ধীর গতির উইকেটে একজন লেগ স্পিনারের গুরুত্ব বুঝতে স্কটল্যান্ড-নামিবিয়ার মতো সহযোগী দলগুলো একবারও ভাবেনি। উল্টোপিঠে বাংলাদেশই একমাত্র দল যাদের স্কোয়াডে কোনো লেগ স্পিনার নেই। যিনি ছিলেন সেই আমিনুল ইসলাম বিপ্লবকে ‘অতিরিক্ত’ হিসেবে নিয়ে গেলেও বিশ্বকাপের শুরুর আগে পাঠিয়ে দেওয়া হয় দেশে! 

‘চোর পালালে বুদ্ধি বাড়ে’ পরিস্থিতির মতো বিপ্লবের অভাব এখন ঠিকই উপলব্ধি করতে পারছেন রঙ্গনা হেরাথ। লেগ স্পিনার নিয়ে যেখানে বাংলাদেশের চিরন্তন হাহাকার, সেখানে কাজ চালানোর মতো দক্ষতা থাকা সত্ত্বেও বিপ্লবকে দেশে পাঠানোর সিদ্ধান্ত কেন, এমন প্রশ্ন সংবাদ সম্মেলনে শুনতে হলো বাংলাদেশের স্পিন কোচকে। 

এবারের বিশ্বকাপে দারুণ করছেন রশিদ খান, আদিল রশিদ, ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো লেগ স্পিনাররা। অন্য দলের সাফল্য দেখে হেরাথও স্বীকার করলেন দলে বিপ্লবকে দরকার ছিল। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্পিন কোচ বলেছেন, ‘আমাদের তিনজন স্পিনার ছিল, তাই ম্যানেজমেন্ট ভেবেছিল তাতেই চলবে। এই টুর্নামেন্টে লেগ স্পিনাররা ভালো করছে। রশিদ খান, আদিল রশিদ, ওয়ানিন্দু হাসারাঙ্গারা ভালো খেলছে। তাদের কেউ কেউ আইপিএলেও ভালো করেছিল।’ 

বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে বিপ্লবকে ফেরানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন হেরাথ, ‘আমি নিশ্চিত যে পাকিস্তানের বিপক্ষে আগামী সিরিজে কিংবা সামনে যেকোনো সিরিজে আবার বিপ্লব দলে ফিরবে। আশা করি, সে আবার বাংলাদেশের পক্ষে খেলার সুযোগ পাবে।’

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ

এক ঘণ্টা আগে শুরু হবে বিপিএলের ফাইনাল

বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই