হোম > খেলা > ক্রিকেট

কিউইদের রেকর্ড সর্বোচ্চ রানে হারাল ইংল্যান্ড

তৃতীয় দিন শেষেই বোঝা গিয়েছিল মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট হারবে নিউজিল্যান্ড। আজ চতুর্থ দিনে তার প্রমাণ মিলল। ঘরের মাঠে প্রথম সেশনে অলআউট হয়ে ২৬৭ রানের বিশাল ব্যবধানে হারল কিউইরা।

মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টের জয়ে ১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতল ইংল্যান্ড। সর্বশেষ ২০০৮ সালে প্রতিপক্ষের মাটিতে জিতেছিল ইংলিশরা। সঙ্গে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ রানের জয়ের রেকর্ডও গড়েছে সফরকারীরা। এর আগের রেকর্ড জয় ছিল ২৪৭ রানের। এই জয়ে সব মিলিয়ে কোচ ব্রেন্ডন ম্যাককালাম-বেন স্টোকস জুটির ১১ টেস্টে ১০তম জয়।

জয় তো দূরের কথা, ম্যাচ বাঁচাতে অলৌকিক কিছু করতে হতো কিউইদের। কেননা, তৃতীয় দিনে স্বাগতিকেরা ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচে পরাজয়ের অপেক্ষায় ছিল। গতকাল এই ধাক্কা দিয়েছিলেন এই টেস্টে রেকর্ড হাজারতম উইকেট নেওয়ার জুটি গড়া জেমস অ্যান্ডারসনের সঙ্গী স্টুয়ার্ট ব্রড। একাই ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

আর আজ ম্যাচ বাঁচানো ব্যাটিং করতে নেমে বিন্দুমাত্র লড়াই করতে পারেনি কিউইরা। প্রথম সেশনেই ১২৬ রানে অলআউট হয়েছে তারা। আজ ৪ উইকেট নিয়ে একাই ধসে দেন অ্যান্ডারসন। বাকি উইকেটটি নিয়েছেন স্পিনার জ্যাক লিচ। সব মিলিয়ে এখন টেস্টে ১০০৯ উইকেটে সবার শীর্ষে অ্যান্ডারসন-ব্রড জুটি। ১০০১ উইকেট নেওয়া শেন ওয়ার্ন-গ্লেন ম্যাকগ্রা জুটিকে ছাড়িয়ে গেছেন তাঁরা।

অ্যান্ডারসন-ব্রড জুটি নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করলেও ম্যাচ-সেরা হয়েছেন হ্যারি ব্রুক। ৮৯ ও ৫৪ রানের দুটি অসাধারণ ইনিংস খেলেছেন অভিষেকের পর থেকেই দুর্দান্ত খেলা এই ব্যাটার। এই জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্ট শুরু হবে ওয়েলিংটনে ২৪ ফেব্রুয়ারি।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে