ওয়ানডে ক্রিকেটে কয়েক বছর ধরে ভালো খেলছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সের সুফলও পাচ্ছেন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা। আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ মিলেছে তাঁদের। অথচ, দুই বিশ্বকাপজয়ী দল ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা বাছাইয়ে অংশ নিয়েছে।
আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার তিনে থেকে ভারত বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখার মিশনে প্রস্তুতিও শুরু করে দিয়েছে দল। আজ মিরপুরে অনুশীলন শেষে সেটাই জানালেন মেহেদী হাসান মিরাজ।
মিরাজ বলেছেন, ‘আমরা বিশ্বকাপের প্রস্তুতি অনেক আগে থেকেই নিচ্ছি। এখন থেকে শুরু করব এটা না। অনেক আগে থেকেই শুরু হয়েছে। সেভাবেই আমরা পরিকল্পনা করছি, খেলছি। এর মাঝে হয়তো টেস্ট ছিল। তা শেষ করলাম। সামনে কোনো টেস্ট নাই, এখন ওয়ানডে নিয়ে চিন্তা ভাবনা। বিশ্বকাপও বেশি দেরি নাই। সব মিলিয়ে যেভাবে নিজেদের প্রস্তুত করছি, ভালো করছি।’
আফগান সিরিজের ফল যা হোক না কেন বাংলাদেশের মনোযোগ থাকবে বিশ্বকাপে ভালো করার। এ নিয়ে মিরাজ বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটে বড় বড় দল কিন্তু কোয়ালিফায়ার খেলছে। কিন্তু এই বছর আমাদের খেলতে হচ্ছে না। শীর্ষ চারের মধ্যে বিশ্বকাপ খেলতে যাচ্ছি। এই জিনিসগুলো আমাদের টিমের জন্য দেশের জন্য ভালো না? মনে করি যে, সামনে একটা দুইটা ম্যাচ খারাপ হতেই পারে। খারাপ খেলতে পারি, সেইদিকে মনোযোগ না দিয়ে বিশ্বকাপে কীভাবে ভালো করতে পারি, সামনে খেলতে পারি, ঘাটতিগুলো কীভাবে কাটিয়ে উঠতে পারি, আমাদের মনোযোগ এইদিকেই থাকবে। জেতা হারাটা অনেক গুরুত্বপূর্ণ হলেও কীভাবে আমরা ভালো করব সেইদিকে মনোযোগ থাকবে।’
আর আফগানদের বিপক্ষে সিরিজটা দুর্দান্ত হবে বলে জানিয়েছেন মিরাজ। দল হিসেবে প্রতিপক্ষকে কঠিন বললেও বাংলাদেশের অলরাউন্ডারের মতে আফগানদের বিপক্ষে ঘরের মাটিতে যেহেতু বাংলাদেশ আগেও জিতেছে এবারের ফলও তাই হবে।