হোম > খেলা > ক্রিকেট

সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহদের নিয়ে শিরোপা জিততে চায় মোহামেডান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাকিব আল হাসান-তাসকিন আহমেদসহ এক ঝাঁক তারকা ক্রিকেটার নিয়েও সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুবিধা করতে পারেনি মোহামেডান। সেই হতশ্রী চিত্র বদলাতে আগামী মৌসুমকে সামনে রেখে এবার বেশ আটঘাট বেঁধেই নেমেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। সাকিব–তাসকিন তো আছেনই, এবার মোহামেডান দলে ভিড়িয়েছে মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজদের মতো তারকা ক্রিকেটারদেরও। 

গতকাল মাহমুদউল্লাহ, মুশফিক, সৌম্য, তাসকিনদের সঙ্গে মোহামেডানের চুক্তিও হয়ে গেছে। মোহামেডানের ডেভেলপমেন্ট কমিটির প্রধান, বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের বাসায় সেটি চূড়ান্তও হয়েছে।  

ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব এখন যেন নিজেরাই নিজেদের ছায়া! ক্রিকেট কিংবা ফুটবলে সেভাবে সাফল্য পাচ্ছে না বহু বছর ধরে। ঐতিহ্য ফিরিয়ে আনতে গত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাকিবকে দলে ভিড়িয়ে বেশ চমকই দিয়েছিল ক্লাবটি। তবে ডিপিএলে ষষ্ঠ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মোহামেডান। প্রায় এক যুগ আগে ২০০৮-২০০৯ মৌসুমে ডিপিএলে শিরোপার দেখা পাওয়া মোহামেডান এবার এক ঝাঁক তারকা ক্রিকেটার–দলে ভিড়িয়ে যেন বার্তা দিল–এবার তাদের চোখ শিরোপাতেই। ডিপিএলের আগামী মৌসুম মাঠে গড়াতে পারে আগামী বছরের মার্চে। 

মোহামেডানের পরিচালক ও ক্রিকেট কমিটির ভাইস প্রেসিডেন্ট এজিএম সাব্বির আজকের পত্রিকাকে মাহমুদউল্লাহ-মুশফিকদের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘দল কেমন হলো মাঠে খেলা শুরু হলে বোঝা যাবে। তবে আমরা একটা শিরোপা জিততে চাই। মোহামেডানের একটা শিরোপা জেতার দরকার।’ 

মোহামেডান দল:
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, পারভেজ হোসেন ইমন, আব্দুল মজিদ, রনি তালুকদার, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম,  তাসকিন আহমেদ, সোহরাওয়ার্দী শুভ, অপু, রুবেল মিয়া, সাগর, রাহি, হাসান মাহমুদ, মিশু, সাকিল, এনামুল, সালাহউদ্দিন সাকিল, আরিফুল ইসলাম ও ইপ্পন। 

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা