হোম > খেলা > ক্রিকেট

ব্যাটিং-বোলিং র‍্যাংকিংয়ে এগোলেন সাকিব

ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। এবার ব্যাটিং ও বোলিং-এই দুই র‍্যাংকিংয়েও এগিয়েছেন সাকিব।

আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সংস্থা সাপ্তাহিক র‍্যাংকিং হালনাগাদ করেছে। ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন সাকিব। ব্যাটারদের র‍্যাংকিংয়ে আগে ৩১ নম্বরে ছিলেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। বোলারদের র‍্যাংকিংয়ে ৮ থেকে ৫ নম্বরে উঠে এসেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম করার পুরস্কার পেয়েছেন সাকিব। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪৭ গড় ও ৯২.৭৬ স্ট্রাইক রেটে রান করেছেন ১৪১। সিরিজে দুটো ফিফটি করেছেন। ৪.৮০ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। যেখানে চট্টগ্রামে ৩য় ওয়ানডে ৭৫ রান ও ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন সাকিব।

টেস্টে বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষ দুইয়ে থাকা রবীচন্দ্রন অশ্বিন ও জেমস অ্যান্ডারসন দুজনেরই রেটিং ৮৫৯। তবু শীর্ষে আছেন ভারতীয় এই স্পিনার। আর ৮৪৯ রেটিং পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছেন প্যাট কামিন্স।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ