হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপে ভারতের একাদশে না খেলার আক্ষেপ এখনো পোড়ায় ইশানকে 

৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ম্যাচ দিয়ে শুরু। ভারতের মাঠে ৪৫ দিনের বিশাল কর্মযজ্ঞ শেষ হতে না হতেই শুরু হয় ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দুই মাসে মুদ্রার এপিঠ-ওপিঠ দুটোই দেখতে হয়েছে ইশান কিষাণকে। 

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ভারত খেলেছে ১১ ম্যাচ। বিশ্বকাপে খেলার আগে ওয়ানডেতে ৪ ফিফটি করেন ইশান। চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ শুরুর প্রথম ম্যাচেই সুযোগ পেয়ে যান তিনি। কিন্তু সেই ম্যাচেই গোল্ডেন ডাক মেরে বসেন। সব মিলে খেলতে পেরেছেন মাত্র ২ ম্যাচ। এরপর আফগানিস্তানের বিপক্ষে করেন ৪৭ রান। অন্যদিকে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে লোকেশ রাহুল দুর্দান্ত ব্যাটিং করেছেন। 

বিশ্বকাপ শেষে এরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়ে যান ইশান। সুযোগ পেয়ে টানা দুই ম্যাচে ফিফটি করেছেন। সিরিজে ৭১ বলে করেছেন ১১০ রান। ৫ চার ও ৯ ছক্কা মেরেছেন। যেখানে গতকাল তিরুবনন্তপুরমে খেলেছেন ৩২ বলে ৫২ রানের ইনিংস। তবু তাঁকে যেন পোড়াচ্ছে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে মাত্র ২ ম্যাচ খেলার আক্ষেপ। ভারতের এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘ভারতের এমন দুর্দান্ত দলের অংশ হতে না পারাটা সত্যিই কষ্টের। বিশ্বকাপে আমরা চ্যাম্পিয়নের মতো খেলেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হয়েই থাকে। কোনো সময় আপনি খেলার সুযোগ পাবেন না। একই সঙ্গে আপনাকে সতেজ হয়ে থাকতে হবে। যখন সুযোগ আসবে তখন আপনাকে তা কাজে লাগাতে হবে।’ 
 
আন্তর্জাতিক ক্রিকেটে ২০২২ থেকে দুর্দান্ত ফর্মে আছেন ইশান। এই সময়ে ওয়ানডেতে ১ সেঞ্চুরি ও ৬ ফিফটি করেছেন। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে পরিণত করেছিলেন তিনি। ১৩১ বলে ২৪ চার ও ১০ ছক্কায় খেলেন ২১০ রানের দুর্দান্ত ইনিংস। তবে এমন দারুণ ইনিংস খেলার পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁর জায়গা হয়নি।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা