হোম > খেলা > ক্রিকেট

আরেকবার লঙ্কায় জিম্বাবুয়ের ইতিহাস গড়ার হাতছানি 

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে লড়াই করেও হেরেছিল জিম্বাবুয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে ক্রেগ অরভিনের দল। জিম্বাবুয়ের ব্যাটার-বোলারদের দলীয় পারফরম্যান্সে ম্লান হয়ে গেছে দাসুন শানাকার সেঞ্চুরি। ২২ রানের এই জয়ে জিম্বাবুয়েন অধিনায়ক অবশ্য বেশি কৃতিত্ব দিলেন বোলারদেরই। এই জয়ে ২০১৭ সালের পর আবারও শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের হাতছানি জিম্বাবুয়ের সামনে।

পাল্লেকেলেতে আগে ব্যাট করে ৩০২ রানে ভালো স্কোর পায় জিম্বাবুয়ে। সেঞ্চুরি না পেলেও ৯১ রানের কার্যকর এক ইনিংস খেলেন অরভিন। উইকেটে ব্যাটিং করাটা তুলনামূলক সহজ ছিল জানিয়ে ম্যাচ শেষে অরভিন বলেন, ‘বল ব্যাটে আসছিল ভালোমতো, তাই ব্যাটিং করাটা সহজ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম স্পিনাররা আজ সুবিধা পাবে।’

ম্যাচে অবশ্য পেস বোলাররাই দাপট দেখিয়েছে। আরও নির্দিষ্ট করে বললে ব্লেসিং মুজরেবানি ও টেন্ডাই চাতারা নিয়েছেন ৩টি করে উইকেট। ৬৩ রানের মধ্যে শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নিয়ে চাপে ফেলেন জিম্বাবুয়ের বোলাররা। প্রথম ম্যাচের চেয়ে এদিন নিয়ন্ত্রিত বোলিং করেছে বোলাররা। পেসারদের কৃতিত্ব দিয়ে অরভিন বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের বোলাররা কিছুটা খাটো লেংথে বোলিং করেছে। কিন্তু এদিন পেস বোলাররা দারুণ করেছে। দ্রুত কিছু উইকেট তুলে নিয়েছে। ম্যাচ জেতার পথে আমরা চাপে ছিলাম। কিন্তু ছেলেরা দারুণ খেলেছে। জয়ের জন্য তারা মরিয়া ছিল।’

জয়ের এই ক্ষুধাই সাফল্য এনে দিয়েছে জিম্বাবুয়েকে। পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল এশিয়ার বাইরে নিজেদের শততম ওয়ানডে। মাইলফলকের এই ম্যাচ জয় দিয়ে রাঙিয়ে সিরিজে সমতায় এনেছেন সিকান্দার রাজা-শন উইলিয়ামসরা। এখন তাঁদের সামনে সিরিজ জয়ের হাতছানি। আগামী শুক্রবার একই মাঠে সিরিজের শেষ ওয়ানডেতে খেলবে জিম্বাবুয়ে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক