পাকিস্তান ক্রিকেট দলে যেন ব্রাত্য হয়ে গিয়েছিলেন সরফরাজ আহমেদ। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-কোনো সংস্করণেই তাঁর সুযোগ মিলছিল না। অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে সুযোগ পেয়ে দুর্দান্ত এক ফিফটি করলেন। ফিফটি করা এই সরফরাজকে ওয়ানডে দলেও দেখতে চান শোয়েব মালিক।
সরফরাজকে টেস্ট একাদশে এনে চমক দেখিয়েছেন মূলত সদ্য পিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া শহীদ আফ্রিদি। প্রায় চার বছর পর সাদা পোশাকে ফিরে ৮৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। যে ইনিংস খেলতে লেগেছে ১৫৩ বল এবং ৯টি চার মেরেছেন। সরফরাজের এমন প্রত্যাবর্তনে মুগ্ধ হয়েছেন মালিক। পাকিস্তানের এই অলরাউন্ডার তাঁর টুইটে বলেন, ‘সরফরাজকে একাদশে নিয়ে দারুণ সিদ্ধান্ত নিয়েছে শহীদ আফ্রিদি। আমি তাকে (সরফরাজ) ওয়ানডে দলেও দেখতে চাই। সে মিডল ওভারে কার্যকরী হতে পারে। আর ওয়ানডে বিশ্বকাপ সামনে আসছে।’
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সরফরাজের।পাকিস্তানের হয়ে তিন সংস্করণ মিলে ২২৮ ম্যাচ খেলেছেন। ৩৩.৯৬ গড়ে করেছেন ৫৮৭৬ রান। ৫ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৩৩ ফিফটি।