হোম > খেলা > ক্রিকেট

এবার বিসিএলেও থাকছে না মুক্তিযোদ্ধা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পেশাদার ফুটবল থেকে গত মৌসুমে প্রথমবারের মতো অবনমন হয়েছিল বাংলাদেশের ফুটবলের অন্যতম সফল ক্লাব মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। নিয়ম অনুযায়ী, পেশাদার লিগ থেকে অবনমিত হয়ে দ্বিতীয় স্তরের লিগ বিসিএলে খেলার কথা থাকলেও সেখান থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ঐতিহ্যবাহী দলটি! আজ ছিল বিসিএল অংশগ্রহণকারী দলগুলোর নাম নিবন্ধনের শেষ দিন। শেষ দিনেও নিজেদের নাম নিবন্ধন করায়নি মুক্তিযোদ্ধা। 

কেন নাম নিবন্ধন করায়নি মুক্তিযোদ্ধা? এমন প্রশ্নে দলটির ম্যানেজার আরিফুল ইসলাম দায়টা চাপিয়ে দিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক জহুরুল ইসলাম রোহেলের কাঁধে। জহুরুল ইসলাম একই সঙ্গে মুক্তিযোদ্ধা ক্লাবের সাম্মানিক সভাপতিও। বিসিএলের জন্য দল গড়ার জন্য সভাপতির কাছ থেকে কোনো সাড়া পাননি জানিয়ে আরিফুল বললেন, ‘আমরা তাকে দল করার বিষয়টি জানিয়েছি। তিনি বললেন, কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি সভাপতি। সিদ্ধান্ত দেবেন তিনি। অথচ তিনি বললেন, কোনো সিদ্ধান্ত হয়নি।’

দেড় কোটি টাকা হলে বিসিএলে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়া যায়। অর্ধেক টাকার সংস্থানও সভাপতি করেননি বলে জানালেন আরিফ, ‘আমি একটি দল ঠিক করে রেখেছিলাম। কতই বা লাগত। অর্ধেক টাকা হলেও বাকিটা আমি ব্যবস্থা করতে পারতাম। মুক্তিযোদ্ধা একটি ঐতিহ্যবাহী দল। এই দলের সঙ্গে এমন অবহেলা মেনে নেওয়া যায় না।’

নাম নিবন্ধনের সময় বাড়ানোর জন্য বাফুফের সঙ্গে কাল কথা বলতে চান আরিফ। অর্থের সংস্থান হলে মুক্তিযোদ্ধা চ্যাম্পিয়ন হবে বলেও বিশ্বাস তাঁর।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত