হোম > খেলা > ক্রিকেট

মেয়েদের ডিপিএলে মারুফার হ্যাটট্রিক 

আন্তর্জাতিক ক্রিকেটে এরই মধ্যে দ্যুতি ছড়িয়েছেন মারুফা আকতার। নিজের দিনে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন, তা দেখিয়ে যাচ্ছেন বারবার। ২০২৩-২৪ নারীদের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ তিনি করলেন হ্যাটট্রিক। 

এবারের ডিপিএলে মারুফা খেলছেন বিকেএসপি নারী দলের হয়ে। বিকেএসপির ৪ নম্বর মাঠে আজ মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলছে বিকেএসপি। মারুফা হ্যাটট্রিক করেছেন ইনিংসের শেষ ওভারে এসে। শেষ ওভারের তৃতীয় বলে ফিরিয়েছেন সাবেকুন নাহারকে। ক্যাচ ধরেছেন বিকেএসপির উইকেটরক্ষক উন্নতি আকতার। চতুর্থ বলে সুলতানা ইয়াসমিন বৈশাখীকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মারুফা। পরের বলে ফারিহা তৃষ্ণাকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন তিনি। 

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বিকেএসপি অধিনায়ক সুমাইয়া আকতার। প্রথমে ব্যাটিং পাওয়া মোহামেডান ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান করেছে। সর্বোচ্চ ৬৪ রান করেন সোবহানা মোস্তারি। ১০০ বলের ইনিংসে মেরেছেন ২টি চার ও ৩ ছক্কা। মারুফা যে শেষ ওভারে বোলিং করেছেন, সেই ওভারে পড়েছে ৪ উইকেট। শেষ ওভারের বাকি উইকেটটি হয়েছে রানআউট। বিকেএসপির সেরা বোলার মারুফা নিয়েছেন ৪ উইকেট। ১০ ওভার বোলিং করে ৩৫ রান খরচ করেছেন। এক ওভার মেডেন দিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে ২ উইকেটে ৯৬ রান করেছে। 

যে মোহামেডানের বিপক্ষে মারুফার হ্যাটট্রিক, সেই দলই কদিন আগে মেয়েদের ডিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে। ২৩ মে গুলশান ইয়ুথ ক্লাব নারী দলের বিপক্ষে ৩ উইকেটে ৩৯২ রান করে। সেই ম্যাচে মোহামেডান জিতেছিল ২৫১ রানের ব্যবধানে। মেয়েদের ডিপিএলে এর আগে সর্বোচ্চ স্কোর ছিল বিকেএসপির। ২০২২-২৩ মৌসুমে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে ৩২১ রান করেছিল বিকেএসপি।

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও