হোম > খেলা > ক্রিকেট

সাকিবদের হারিয়ে এগিয়ে গেল কুমিল্লা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম ফরচুন বরিশালের ‘হাই-ভোল্টেজ’ ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বলে-বলে স্লোগান আর উন্মাদনায় মেতে ওঠেন মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকেরা। মাঠের খেলায় গুরুত্বপূর্ণ ম্যাচটি ৫ উইকেটে ঠিকই জিতে নিয়েছে কুমিল্লা।

আগেই শেষ চার নিশ্চিত করেছিল বরিশাল-কুমিল্লা। গতকাল নেমেছিল লিগ পর্বে শীর্ষ দুইয়ে অবস্থান নিতে। মুকিদুল ইসলাম মুগ্ধর মুগ্ধময় বোলিংয়ে আগে প্রথম কাজটি ভালোভাবে সেরে নেয় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। ৩.১ ওভারে ২৩ রান দিয়ে ৫ উইকেট নেন এই পেসার। মুগ্ধর এই বিপিএল সেরা ফিগারে ১৯.১ ওভারে ১২১ রানেই অলআউট হয়ে যায় বরিশাল। 

মাহমুদউল্লাহ রিয়াদ ২৬ বলে ৩৬ ও করিম জানাত ২৬ বলে ৩২ রান ছাড়া সেভাবে কেউ ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি বরিশারের হয়ে। 

জবাবে লিটন দাসের দায়িত্বশীল ইনিংসের পার আন্দ্রে রাসেল ও খুশদিল শাহর ঝোড়ো ব্যাটিংয়ে ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২২ রানের লক্ষ্য তাড়া করে কুমিল্লা। রাসেল ১৬ বলে ৩০ ও খুশদিল ২৩ রানে অপরাজিত থাকেন। টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করে ম্যাচ সেরা হয়েছেন মুগ্ধ। 

১১ ম্যাচে টানা আট জয়ে ১৬ পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে কুমিল্লা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে বরিশাল। সিলেট নেট রান রেটে কুমিল্লার চেয়ে এগিয়ে থেকে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু