হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত বছরের জুনে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সিরিজের খেলা সম্প্রচার নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। পরে ওই সিরিজের খেলা দেখানো হয়েছে আইসিসি টিভিতে। এবার ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারলান্ডের বিপক্ষে তামিম ইকবালদের খেলা বাংলাদেশের সমর্থকেরা দেখতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। 

 ৯ মে শুরু হবে ওয়ানডে সিরিজ। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী আজ জানিয়েছেন, এখন পর্যন্ত কোন টিভি চ্যানেল খেলা সম্প্রচার করবে, তা চূড়ান্ত হয়নি। মিরপুরে সিইও সাংবাদিকদের বলেন, ‘আমরাও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি এবং জানতে চেয়েছি যে বাংলাদেশ টেরিটরিতে কোন চ্যানেলে খেলা দেখাবে। তারা বিষয়টা এখনও নিশ্চিত করতে পারেনি। সেই কারণেই হয়তো তারা জানায়নি। তবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব জানতে পারব।’ 

সিরিজ আয়োজক ক্রিকেট বোর্ডই মূলত সম্প্রচারের বিষয়টা চূড়ান্ত করে। নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘ব্রডকাস্টের বিষয়টা পুরোপুরি নির্ভর করে হোস্ট (আয়োজক) বোর্ডের উপর। তারাই এটার চূড়ান্ত করে। তারা যখন কোনো দেশে যায়, সেই আয়োজক বোর্ডের দায়িত্বে এটা। তারা তাদের বিষয় যখন নিশ্চিত করবে, তখনই একমাত্র আমরা জানাব।’ 

আইসিসি টিভি নিয়ে বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘এটা ভিন্ন প্ল্যাটফর্ম। এটা আরেকটা অপশন। আমাদের জানতে চাওয়াটা মূলত টিভিতে বা চ্যানেলে বা কোন মাধ্যমে খেলাটা দেখাবে।’

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ